বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের বিরূপ মন্তব্য

  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ এনে তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে বাংলাদেশে পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে বলেও অভিযোগ করেছেন ট্রাম্প।

গতকাল বৃহস্পতিবার এক এক্স পোস্টে (সাবেক টুইটার) তিনি এসব অভিযোগ এনে বাংলাদেশের কড়া সমালোচনা করেন।

মার্কিন এই সাবেক প্রেসিডেন্ট তার পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি আমি। সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরি একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’

তবে তার সময়ে এমনটি কখনো ঘটেনি উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, ‘কমলা (আরেক প্রেসিডেন্ট প্রার্থী) ও জো (প্রেসিডেন্ট জো বাইডেন) যুক্তরাষ্ট্র ও সারাবিশ্বের হিন্দুদের উপেক্ষা করেছেন। তারা ইসরায়েল থেকে ইউক্রেন এবং আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তের জন্য বিপর্যয় হয়ে এসেছেন। কিন্তু আমরা আবার যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করবো এবং শক্তি দিয়ে পুনরায় শান্তি ফিরিয়ে আনবো!’

ট্রাম্প আরও লিখেছেন, ‘উগ্র বামপন্থিদের হাত থেকে আমরা যুক্তরাষ্ট্রের হিন্দুদের রক্ষা করবো। তাদের স্বাধীনতার জন্য আমরা লড়াই করবো। আমার প্রশাসনের অধীনে আমরা ভারত ও আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারত্ব আরও জোরদার করবো।’

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘উচ্চ কর ও আরও বিধিনিষেধ জারি করে কমলা হ্যারিস আপনাদের ক্ষুদ্র ব্যবসা ধ্বংস করে দেবেন। যেখানে আমি কর কমিয়েছি, বিধিনিষেধ কমিয়েছি, যুক্তরাষ্ট্রের শক্তির বিকাশ ঘটিয়েছি এবং ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি তৈরি করেছি। অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও বৃহৎ এবং উৎকৃষ্টভাবে আমরা সেটা আবার করবো। এবং আমরা আবারও যুক্তরাষ্ট্রকে মহান করে তুলবো।’

পরিশেষে তিনি সবাইকে দীপবলীর শুভেচ্ছা জানান এবং বলেন, ‘আশা করি, আলোর এই উৎসব অশুভকে তাড়িয়ে মঙ্গলের বিজয় নিয়ে আসবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com