বাংলাদেশ থেকে কন্সট্রাকশন বা নির্মাণ, জাহাজ শিল্প এবং আতিথেয়তা খাতে দক্ষ জনবল নেবে ইতালি। এ নিয়ে উভয় দেশ সমঝোতা স্মারক স্বাক্ষর সই হয়েছে। উভয় দেশের দ্বিপাক্ষিক অভিবাসন ব্যবস্থার মাধ্যমে যা পরিচালিত হবে।
ইতালির রোমে বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক সংলাপে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ইতালির পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের মহাসচিব রিকার্ডো গুয়ারিগলিয়া।
প্রথমবারের মতো রাজনৈতিক পরামর্শকদের বৈঠকে, উভয় দেশ সম্পর্ককে আরও গভীর করতে এবং বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশের টেক্সটাইল খাতে প্রযুক্তিগত হস্তক্ষেপ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, আইসিটি, কৃষি, অভিবাসন এবং গতিশীলতা ইত্যাদিসহ একাধিক ক্ষেত্রে আরও সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে।
এছাড়াও ইতালিতে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সম্মত হয়েছে।