1. [email protected] : চলো যাই : cholojaai.net
বাংলা ভাষা ম্যানেজার খুঁজছে ফেসবুক
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
Uncategorized

বাংলা ভাষা ম্যানেজার খুঁজছে ফেসবুক

  • আপডেট সময় রবিবার, ৬ জুন, ২০২১

ম্যানেজার পদে বাংলা ভাষায় দক্ষ এমন কর্মী খুঁজছে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুকের ভারতের গুরগাঁও এবং সিঙ্গাপুর কার্যালয়ের জন্য মূলত ইংরেজি থেকে বাংলা অনুবাদের জন্য কর্মী প্রয়োজন ফেসবুকের।

এছাড়াও এই পদে আবেদনের অন্যান্য শর্ত এবং আগ্রহী প্রার্থীদের যেসব যোগ্যতা ফেসবুক চেয়েছে তার বিস্তারিত থাকছে এখানে–

নূন্যতম যোগ্যতা
·   ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের রিভিউ লেখা, অনুবাদ ও সম্পাদনার করার কাজ করতে জানতে হবে।

· বাংলা ভাষায় দক্ষ ও ইংরেজি ভাষায় ‘ব্যবসা দক্ষতা’ থাকা আবশ্যক।

· এক্সটারনাল ভেন্ডরদের গুণগত মান উন্নয়ন করা, প্রশিক্ষণ দেওয়া ও তাদের ব্যবস্থাপনা করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন প্রার্থীর।

· প্রার্থীকে বাংলা সংস্কৃতির ও গতানুগতিক ধারা প্রকৃতির সঙ্গে অবগত থাকতে হবে।

· অনুবাদ, ভাষাতত্ত্ব, জ্ঞাপনতত্ত্বে বি.এ অথবা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা ও দায়িত্ব
· ইংরেজি থেকে বাংলায় বিভিন্ন ধরনের প্রোডাক্টের কন্টেন্ট ও নথি অনুবাদ করতে হবে।

· ভাষাগত ও কার্যকরী সমস্যাগুলিকে নির্ধারণ করতে হবে।

· এক্সটারনাল ভেন্ডর ট্রান্সলেটরদের প্রশিক্ষণ দিতে হবে যাতে তারা সঠিক মানের অনুবাদ করতে পারে।

· দেশের অভ্যন্তরের টিমের সঙ্গে মিলে কাজ করতে হবে এবং বাজার অনুপাতে সঠিক অনুবাদ করতে হবে।

এছাড়াও অনলাইন ও মোবাইল প্রোডাক্টের স্থানীয়করণ করার অভিজ্ঞতা, কম্পিউটারের সাহায্যে অনুবাদ করার সঙ্গে ও ডিজিটাল মার্কেটিংয় বিষয়ে অবগত থাকতে হবে প্রার্থীকে। এই পদে চাকরির আরও বিস্তারিত তথ্য এবং আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানা যাবে ফেসবুকের এই লিংকে https://www.facebook.com/careers/v2/jobs/492574052163219/?location=Singapore

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com