রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে হত্যা মামলা

  • আপডেট সময় শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

বাড্ডায় বসুন্ধরার মালিক আকবর সোবহান ও সায়েম সোবহান আনভিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ অনেককেই আসামি করা হয়েছে।

মঙ্গলবার মামলাটি করেন মোছা. মাছুমা নামে একজন নারী। বুধবার (২১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে এডিসি (মিডিয়া) ওবায়দুর রহমান।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকেও আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই দুপুর ১২টার দিকে আমার ছেলে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বাহির হন। এ সময় প্রগতি স্বরণী রাস্তায় বৈষম্য ছাত্র জনতার কোটাবিরোধী মিছিল হচ্ছিল। সে সময় মিছিল উদ্দেশ্য করে গুলি ছুড়ে আসামিরা। পরে হাসপাতালে নিয়ে গেলে আমার ছেলে সেখানে মারা যান।

সূত্র জানায়, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের অবৈধ অস্ত্রের বড় যোগানদাতা হিসেবে কাজ করে বসুন্ধরা গ্রুপ। এজন্য গত ১৫ বছরে বিগত সরকারের কাছ থেকে অনেক অবৈধ সুবিধাও তারা নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com