শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

বন্ধুদের সঙ্গে ঘুরে আসুন একবার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

পাহাড় মানেই, কুয়াশা, ঠান্ডা বাতাস আর ধোঁয়া ওঠা স্যুপ। তবে পাহাড় মানেই যাঁরা বোঝেন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড আর কাশ্মীর, তাঁদের বলি একটু ডান দিকে তাকিয়ে দেখুন। উত্তর-পূর্ব ভারতে কটা দিন কাটানো মানেই যেন প্রকৃতির কোলে বসে আহ্লাদে কটা দিন কাটিয়ে দেওয়া। অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, মেঘালয় রাজ্যগুলি যেন এক একটি রূপকথার রাজ্য। আবার এই সব রাজ্যের মধ্যে মেঘালয়ের কিছু স্থান পর্যটকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

মেঘালয় রাজ্যটি ছবির মতো সুন্দর। এই দেশে মেঘেরা যেন রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়। মেঘ বালিকারা খিলখিলিয়ে ছুটে চলে যায় মাঠ-ঘাট দিয়ে। মেঘের ভেলায় চড়ে সবাই ভেসে বেড়ায় বাতাসে। মেঘালয় ভ্রমণের কথা উঠলে প্রথমেই মনে আসে চেরাপুঞ্জি বা শিলং-এর নাম। কিন্তু এই রাজ্যেরই ‘নংজরং’ গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য একেবারে নৈসর্গিক। এখানকার পর্যটনস্থলগুলি যেন এক একটি বিস্ময়। (All photo credit: istock.com)

সবুজ উপত্যকায় ঘেরা নংরজরং গ্রাম

সবুজ উপত্যকায় ঘেরা নংরজরং গ্রাম
সবুজ উপত্যকায় ঘেরা নংরজরং গ্রাম

সবুজে ঘেরা একটি ছোট্টো গ্রাম হল নংজরং। মেঘালয়ের যেন এক রত্ন। গ্রামের পথে দাঁড়িয়ে একটু উপরের দিকে তাকালে সহজেই মেঘ ছুঁতে পারবেন। ইদানিং এই জায়গাটি ধীরে ধীরে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কেউ যদি কোনও অফ-বিট জায়গায় যেতে চান, তাহলে অবশ্যই নংজং গ্রাম থেকে ঘুরে আসুন। এখানকার সংস্কৃতি আট থেকে আশি সকলেরই খুব ভালো লাগবে। খাবার থেকে শুরু করে থাকার জায়গা, এখানে ভ্রমণে কোনও সমস্যা হবে না। এছাড়া এই জায়গাটাও বেশ বাজেট ফ্রেন্ডলি।

নংজরং ভিউ পয়েন্ট

নংজরং ভিউ পয়েন্ট
নংজরং ভিউ পয়েন্ট

নংজরং পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় স্থান। এখানকার সুন্দর উপত্যকা আর পাহাড় দেখে আর বাড়ি ফিরতে ইচ্ছে করবে না। মনে হবে এই গ্রামেই একটা ছোটো বাসা বেঁধে ফেলি। সুন্দর সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় এই জায়গাটি আরও সুন্দর হয়ে ওঠে। প্রকৃতিপ্রেমীদের এই জায়গাটিতে না গেলে ভীষণ ঠকতে হবে। গ্রামে মোটামুটি আধ ঘণ্টা ট্রেক করার পরে আপনি নংজরং ভিউ পয়েন্টে পৌঁছে যাবেন। তবে এখানে যাওয়ার আগে অবশ্যই একটি জলের বোতল এবং শুকনো খাবার সঙ্গে নিয়ে যাবেন।

নংজরং দেখার সেরা সময়

নংজরং দেখার সেরা সময়
নংজরং দেখার সেরা সময়

নংজরং ভ্রমণের সেরা সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। এই সময় এখানকার আবহাওয়া মনোরম এবং শীতল থাকে। এই সময়ে আপনি উপত্যকায় মেঘের অপূর্ব দৃশ্য পাবেন।

শিলং থেকে দূরত্ব

শিলং থেকে দূরত্ব
শিলং থেকে দূরত্ব

শিলং এবং নংজং এর মধ্যে দূরত্ব প্রায় ৪৬.৮ কিলোমিটার এবং EKH MDR – এর মাধ্যমে আনুমানিক ২ ঘন্টা ৪ মিনিট সময় লাগে। ট্রাফিকের কারণে অবশ্য এই সময়ের তারতম্য হতে পারে। এটি গুয়াহাটি থেকে আনুমানিক ১৪৪ কিলোমিটার দূরে অবস্থিত। NH6 এর মাধ্যমে আনুমানিক ৪ ঘণ্টা ৪০ মিনিট সময়ে গুয়াহাটি থেকে নংজরং পৌঁছে যাবেন।

কীভাবে নংজরং পৌঁছাবেন?

কীভাবে নংজরং পৌঁছাবেন?
কীভাবে নংজরং পৌঁছাবেন?

গুয়াহাটি বা শিলং থেকে নংজরং পৌঁছাতে পারেন।

গুয়াহাটি থেকে : গুয়াহাটি বিমানবন্দর বা রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারেন এবং সেখান থেকে আপনি নংজরং পৌঁছানোর জন্য একটি ট্যাক্সি ভাড়া করতে পারেন। গুয়াহাটি এবং নংজরং- এর মধ্যে দূরত্ব প্রায় ১৪৪ কিলোমিটার এবং গাড়ি করে সেখানে পৌঁছোতে প্রায় ৫ ঘণ্টা সময় লাগে।

শিলং থেকে : আপনি গুয়াহাটি বা শিলং বিমানবন্দর থেকে শিলং শহরে পৌঁছাতে পারেন। সেখান থেকে আপনি নংজংরং যাওয়ার জন্য ক্যাব পাবেন। শিলং শহর থেকে নংজরং গ্রামের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার এবং গাড়িতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে। এবং শিলং বিমানবন্দর থেকে নংজরং গ্রামের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার এবং গাড়ি করে যেতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com