শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

বছর জুড়েই থাকছে ‘মাই এমিরেটস পাস’ সুবিধা

  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

বছর জুড়েই থাকছে ‘মাই এমিরেটস পাস’ সুবিধা

বিশেষ প্রতিনিধি : এমিরেটস যাত্রীরা এখন থেকে সারা বছরই দুবাইয়ে ‘মাই এমিরেটস পাস’ এর অধীনে আকর্ষণীয় বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন। এই ক্যাম্পেইনে অন্তর্ভূক্ত রয়েছে ছয় শতাধীক অফার। গ্রীষ্ম এবং শীতের মৌসুমি অফারগুলো তো রয়েছেই।

এমিরেটসে দুবাই বা ভায়া দুবাই ভ্রমণকারী যাত্রীরা বিভিন্ন খাবার ও শপিং আউটলেটে বিশেষ ডিসকাউন্ট পাবেন। এছাড়াও অবকাশ যাপন ও বিলাসবহুল স্পা কেন্দ্রগুলোতেও বিশেষ মূল্যছাড় অফার করা হবে।

মাই এমিরেটস পাস এর সুবিধা পেতে হলে যাত্রীদের তাদের বোর্ডিং পাস এবং একটি বৈধ পরিচয়পত্র দেখালেই চলবে। অনলাইনে চেক-ইনকারীদের বোর্ডিং পাসটি ডাউনলোড করে দুবাই অবতরণের পূর্বেই তার একটি স্ক্রীণশট রেখে দিতে হবে কারন পরবর্তীটে এটি আর পাওয়া যাবে না।

এমিরেটস এয়ারলাইন ইতোমধ্যে তাদের বিশেষ গ্রীষ্মকালীন অফারগুলো ঘোষণা করেছে। এই অফার ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর কার্যকর থাকবে। এসময় গ্রাহকরা দুবাই সামার সারপ্রাইজের অবিশ্বাস্য অফারগুলো নেবার সুযোগ পাবেন। এই সামার সারপ্রাইজ ২৭ জুন থেকে ৩১ আগস্ট ২০২৫ বলবৎ থাকবে। বিলাসবহুল শপিং, অতি আকর্ষণীয় বিনোদন এবং ব্যাতীক্রমী ডাইনিং অভিজ্ঞতার জন্য এই অফারটি বিশেষভাবে জনপ্রিয়।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। যাত্রীরা ভায়া দুবাই ১৪০টির অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ উপভোগ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com