শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন

ফ্লাইটের টিকিট সবচেয়ে সস্তায় মিলবে যখন

  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

করোনা পরবর্তী সময়ে উড়োজাহাজের ফ্লাইটের ভাড়া ২০২২–র মে’তে গিয়ে পৌঁছে চূড়ায়। তারপর আবার কিছুটা কমে। সেই সঙ্গে এয়ারলাইনসগুলোর ফি–ফ্রি ফ্যামিলি পলিসি (বাড়তি খরচ ছাড়া একই পরিবারের সদস্যদের পাশাপাশি সিট দেওয়া) চালু করায় অতিরিক্ত কিছু খরচ গুনতে হচ্ছে না আর। তারপরও গত বছরের এ সময়ের তুলনায় ফ্লাইটের টিকিট শতকরা ২৫ শতাংশ বেশি। উড়োজাহাজ ভ্রমণে কিছু অর্থ আপনি বাঁচাতে পারেন ঠিক সময়ে ভ্রমণ ও টিকিট কিনে।

উড়োজাহাজের ফ্লাইট ভাড়ার পাঁচ বছরের তথ্য যাচাই করে ‘গুগল ফ্লাইটস টিম’ উড়োজাহাজ ভ্রমণের সঠিক দিন ও টিকিট বুকিংয়ের সঠিক সময় বের করেছে। সিনেট ডট কম থেকে এখন এর বিস্তারিত তুলে ধরছি।

সপ্তাহের কোন দিনগুলোয় কম পড়বে টিকেটের দাম
একটি ফ্লাইট বুকিংয়ের পরিকল্পনা করলে আপনার অবশ্যই সবচেয়ে কম খরচের পথটারই খোঁজ করা উচিত। গুগল বলছে, ছুটির দিনের বদলে সপ্তাহের মাঝামাঝি ভ্রমণ করলে খরচ কম হবে আপনার। সোমবার থেকে বুধবার টিকিট কাটলে ছুটির দিনের ফ্লাইটের চেয়ে ১২ থেকে ২০ শতাংশ খরচ কম গুনতে হবে। উড়োজাহাজে চেপে কোথাও যাওয়ার জন্য রোববার সবসময়ই ব্যয়বহুল একটি দিন।

আবার মোটামুটি ২০ শতাংশ অর্থ আপনি বাঁচাতে পারবেন বিরতিহীন ফ্লাইটের বদলে লেওভার বা বিরতিসহ একটি ফ্লাইটের টিকিট কেটে। মানে আপনার যদি গন্তব্যে পৌঁছাতে কিছুটা বাড়তি সময় লাগলে সমস্যা না হয় আর কী!

টিকিট কেনার জন্য নির্দিষ্ট দিন বাছাই করা উচিত 
আপনি কোথাও শুনে থাকতে পারেন শনিবারের বদলে মঙ্গলবার টিকিট কেনাটা কম খরুচে হবে। তবে এটা আসলে সে অর্থে জরুরি নয়, আরও পরিষ্কারভাবে বললে সঠিক তথ্য নয়। গুগল বলছে, সপ্তাহের নির্দিষ্ট দিনে টিকিট কেনার আসলে তেমন কোনো গুরুত্ব নেই।

সাপ্তাহিক ছুটির দিনের বদলে মঙ্গলবার বা বুধবার টিকিট কাটলে মাত্র ১.৯ শতাংশ কমে পেতে পারেন, অন্তত গত পাঁচ বছরের গড় তাই বলছে।

ভ্রমণের কত দিন আগে ফ্লাইট বুক করা উচিত
ভ্রমণের বেশ কিছুদিন আগেই ফ্লাইট বুক করা উচিত। যত কম সময় হাতে রেখে টিকিট কাটবেন দাম বাড়ার ঝুঁকি তত বাড়বে। গুগল বলছে ডমেস্টিক ফ্লাইটের বেলায় ভ্রমণের ২১ থেকে ৬০ দিনের মধ্যে টিকেটের দাম সাধারণত সবচেয়ে কম থাকে। তবে আন্তর্জাতিক ফ্লাইটের বেলায় কতদিন আগে টিকিট কাটা উচিত এ বিষয়ে কিছু জানায়নি গুগল।

মৌসুম অনুযায়ী ফ্লাইট বুক করার সেরা সময় কখন
তবে মৌসুম অনুযায়ী বিভিন্ন ভ্যাকেশন বা ছুটির আগে কখন টিকিট কাটা উচিত সে ব্যাপারে পরামর্শ দিয়েছে গুগল।

বসন্তের ছুটি: মার্চ ও এপ্রিলের ডমেস্টিক বা স্থানীয় ফ্লাইটের বেলায় টিকেটের দাম কম থাকে ভ্রমণের ২৩ থেকে ৫৯ দিন আগে। এর মধ্যে আবার ৩৮ দিন আগে থেকে সবচাইতে কম।

গ্রীষ্মের ছুটি: দ্রুত এগিয়ে আসছে গ্রীষ্মের ছুটি বা সামার ভ্যাকেশন। কাজেই এখনই ফ্লাইটের টিকেটের খোঁজ করাটা আদর্শ। জুলাই ও আগস্ট যদি আপনার নির্ধারিত সময় হয় তবে ভ্রমণের ১৪ থেকে ৪৪ দিন আগে কম থাকে দাম। টিকেটের সবচেয়ে কম গড় দাম মেলে ভ্রমণের ২১ দিন আগে।

থ্যাংকসগিভিং ও বড়দিন: থ্যাংসগিভিংয়ের আশপাশের সময় যাত্রার নির্ধারিত তারিখ থাকলে খরচ কম করতে চাইলে টিকিট কাটতে হবে ভ্রমণের ৩৬ থেকে ৭৪ দিন আগে। বড়দিনের বেলায় ভ্রমণের ৮৮দিন আগ থেকেই টিকিটের দামের দিকে চোখ রাখুন। ভ্রমণের ২২দিন আগে পেতে পারেন সর্বনিম্ন মূল্যে টিকিট। তবে ভ্রমণের দিনের বেশি কাছাকাছি চলে এলে আবার টিকিট নাও পেতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com