ফ্লাইং বা উড়ন্ত গাড়ির জগতে প্রবেশ করতে যাচ্ছে জাপানের অটোমেকার সুজুকি মোটর করপোরেশন। স্কাইড্রাইভ ইনকরপোরেশনের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি করেছে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।
এক বিবৃতিতে সুজুকি জানায়, বিদ্যুচ্চালিত গাড়ির উড্ডয়ন স্থান ও ল্যান্ডিং এয়ারক্রাফট তৈরিতে মধ্য জাপানে থাকা কারখানাটি ব্যবহার করা হবে। আগামী বছর উৎপাদন কার্যক্রম শুরুর বিষয়ে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠান দুটি। এয়ারক্রাফট তৈরির জন্য স্কাইড্রাইভ নতুন সহায়ক সংস্থা তৈরি করবে। অন্যদিকে সুজুকি উৎপাদন কার্যক্রমে প্রয়োজনীয় লোকবল সংগ্রহের পাশাপাশি সার্বিক বিষয় তদারক করবে বলে জানানো হয়েছে।
জাপানের টয়োটা শহরে স্কাইড্রাইভের সদর দপ্তর অবস্থিত। মূল শেয়ারহোল্ডারদের মধ্যে সেখানে কোম্পানিটির ট্রেডিং হাউজ ইটোচু করপোরেশন, টেক ফার্ম এনইসি ও একটি এনার্জি কোম্পানি ইউনিট ইনেওস হোল্ডিংস রয়েছে। গত বছরের মার্চে সুজুকি ও স্কাইড্রাইভের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এর মধ্যে ফ্লাইং কার নিয়ে গবেষণা, উন্নয়ন ও বাজারজাতের বিষয় রয়েছে।