সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

ফোর পয়েন্টস বাই শেরাটন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

গুলশান মূলত ঢাকার একটি আবাসিক এলাকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। জনজীবনের ব্যস্ততা বাড়ার সাথে ধীরে ধীরে এই আবাসিক এলাকা বাণিজ্যিক এলাকার রূপ নিতে থাকে। গুলশান কূটনৈতিক এলাকার পর্যায়েও পরে। তাই এইখানে নির্মিত হয়েছে অনেক বাণিজ্যিক ভবন ও হোটেল। ফোর পয়েন্টস বাই শেরাটন তারমধ্যে একটা।

হোটেলটির অবস্থান গুলশান বাণিজ্যিক এলাকার ৬/এ উত্তর এভিনিউ। অতিথিদের আপ্যায়ন করতে হোটেল কতৃপক্ষ কোনো আপোষ করতে রাজি নয়। তাই তো ব্যবস্থা করা হয়েছে সকল প্রকার সুযোগ-সুবিধার। রুম সার্ভিস, রেস্টুরেন্ট, ইন্টারনেটসহ আছে আরও অনেক সেবা যা হোটেল কতৃপক্ষ প্রতিনিয়ত অতিথিদের জন্য দিয়ে যাচ্ছে।

ফোর পয়েন্টসের তালিকায় যে সকল সুবিধাগুলো থাকছে :

  • সুইমিংপুল
  • স্পা
  • ফিটনেস সেন্টার
  • ব্যক্তিগত ট্রেইনার
  • সান আমব্রেলা
  • ফ্রি ইন্টারনেট
  • ফ্রি পার্কিং
  • এয়ারপোর্ট শাটেল
  • হাউসকিপিং
  • জুতা পালিশ
  • লিন্ড্রি, ইস্ত্রি, ড্রাই ক্লিনিং
  • রেস্টুরেন্ট
  • অন সাইট কফি হাউস
  • স্পেশাল ডায়েট মেন্যু
  • স্ন্যাকস বার
  • ফ্যাক্স, ফটোকপি
  • বিজনেস সেন্টার
  • মিটিং, ব্যাঙ্গকুইট হল
  • অগ্নিনির্বাপক যন্ত্র
  • কমন রুম ও বাইরের মালিকানাধীন সম্পত্তি সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ
  • সিকিউরিটি এলার্ম
  • সেফটি ডিপোসিট বক্স
  • শেয়ার্ড লাউঞ্জ, টিভি এরিয়া
  • ধুমপানের জন্য নির্দিষ্ট স্থান
  • ধুমপান মুক্ত রাখার ব্যবস্থা
  • লিফট
  • গাড়ি ভাড়া নেয়ার ব্যবস্থা
  • শীতাতপ নিয়ন্ত্রিত
  • পত্রিকা
  • ভি আই পি রুমের ব্যবস্থা
  • প্যাকড লাঞ্চের ব্যবস্থা
  • ২৪ ঘন্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস
  • এক্সপ্রেস চেক ইন/চেক আউট
  • প্রাইভেট চেক ইন/চেক আউট
  • লকার, লাগেজ স্টোরেজ

হোটেলের ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা :

  • হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা আছে।
  • প্রিন্টেড মেন্যু, পেন পেপার রিমুভড এর স্টেশনারি দেয়া আছে
  • হোটেলের স্টাফরা সকল সুরক্ষা প্রোটকল মেনে চলে।

হোটেলে ব্যবহৃত ভাষা :

  • বাংলা
  • ইংরেজি
  • হিন্দি

রুমের ধরণ  মূল্যমান :

  • ডিলাক্স রুম, মূল্য : ১৪,১৫৭ টাকা
  • ডিলাক্স রুম, মূল্য : ১৬,৩০২ টাকা
  • লার্জার গেস্ট রুম, মূল্য : ১৬,৩০২ টাকা
  • লার্জার গেস্ট রুম, মূল্য : ১৮,৪৪৭ টাকা
  • রেসিডেনশিয়াল স্যুইট
  • এক্সিকিউটিভ স্যুইট
  • ফোর পয়েন্টস স্যুইট
রুমের অভ্যন্তরীণ সুযোগসুবিধা :
  • স্টাইলিশ ডিজাইনে তৈরী করা হয়েছে রুমের সাজসজ্জা
  • স্মোক ফ্রি পলিসি
  • ফ্ল্যাট স্ক্রিন টিভি
  • মিনি বার
  • কফি মেকার
  • বোতলজাত পানি
  • ওয়ার্কপ্লেস, এরগোনমিক চেয়ার
  • হেয়ার ড্রায়ার

মূল্য যাচাই  অনলাইন বুকিং :

https://www.booking.com/hotel/bd/four-points-by-sheraton-dhaka-gulshan.html https://www.tripadvisor.com/Hotel_Review-g293936-d6782055-Reviews-Four_Points_by_Sheraton_Dhaka_Gulshan-Dhaka_City_Dhaka_Division.html https://www.hotels.com/ho476650/four-points-by-sheraton-dhaka-gulshan-dhaka-bangladesh/ https://www.marriott.com/hotels/travel/dacfp-four-points-dhaka-gulshan/

ডাইনিং :
  • বারবিকিউ/ পিকনিক এরিয়া
  • বুফে ব্রেকফাস্ট
  • কন্টিনেন্টাল ব্রেকফাস্ট
  • ফুল আমেরিকান ব্রেকফাস্ট
  • জাপানিজ খাবার পরিবেশনের জন্য আছে প্যানেশ রেস্টুরেন্ট
  • আন্তর্জতিক মানের খাবারের জন্য আছে দ্যা ইটারি, দ্যা বিস্ট

ঢাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে দূরত্ব :

  • স্পেন এমব্যাসি থেকে ৩০০ মিটার দূরে এই হোটেলের অবস্থান।
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ দশমিক ৮ কিলোমিটার
  • কমলাপুর রেল স্টেশন থেকে ৯ দশমিক ৩ কিলোমিটার
  • বাংলাদেশ সচিবালয় থেকে ৯ দশমিক ৭ কিলোমিটার

 কীভাবে যাবেন : এয়ারপোর্ট অতিথিকে হোটেল পর্যন্ত নিয়ে আসতে আছে হোটেলের পরিবহন ব্যবস্থা। তাই চাইলে হোটেল কতৃপক্ষের পরিবহন ব্যবস্থা ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে রাজধানী ঢাকার সনামধন্য ও পাশাপাশি বাণিজ্যিক এলাকা হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় আছে বেশ সুযোগ-সুবিধা। মোবাইল রাইড বাইক, উবার আছে। পার্কিং এরিয়া আছে হোটেলে তাই নিজস্ব পরিবহন ও ব্যবহার করা যাবে।

যোগাযোগ : ফোন : ০৯৬০৯-৪৪৪৫৫৫
হোয়াটস এ্যাপ : +৮৮০১৯৬৬-৬৬২১৫২

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com