বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৬ আগস্ট) জাকারবার্গ এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের বিচার বিভাগের কাছে।
চিঠিতে জাকারবার্গ বাইডেন সরকারে ওপর অভিযোগ জানিয়ে বলেছেন, ২০২১ সালে করোনাসময়ে বাইডেন সরকার ফেসবুকে করোনা নিয়ে মানুষের বিভিন্ন পোস্ট মুছে ফেলতে মেটাকে বাধ্য করে। বিশেষ করে করোনা নিয়ে বাইডেন প্রশাসনকে বিদ্রুপ করে যেসব পোস্ট দেয়া হয়েছিল তা মেটাকে মুছে ফেলতে বলা হয়।
আমার মনে হয়, সেদিন আমাদের ওপর যেসব চাপ প্রয়োগ করা হয়েছিল তা স্পষ্টত বাকস্বাধীনতাকে খর্ব করে। অনেক আগেই এ নিয়ে মুখ খোলার প্রয়োজন ছিল। এতদিন বাইডেন প্রশাসনের এসব ব্যাপার মানুষের সামনে তুলে না ধরতে পারার কারণে আমি অনুতপ্ত।
এ ব্যাপারে রয়টার্সের পক্ষ থেকে হোয়াইট হাউজ এবং মেটার সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।