বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

ফুলের গ্রাম সাবদি এখন ভ্রমণকেন্দ্র

  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত নয়নাভিরাম সৌন্দর্যের গ্রাম সাবদি। একসময় এটি সাধারণ এক গ্রাম ছিল। কিন্তু স্থানীয় ফুল চাষিদের অক্লান্ত পরিশ্রমে এই অজপাড়াগাঁ এখন ভ্রমণপিপাসু মানুষের আনাগোনায় মুখরিত। নদীর কোলঘেঁষা এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ এখন ফুল চাষের কারণে এক অপরূপ সৌন্দর্যের আধার।

চারদিকে লাল, নীল, গোলাপী, বেগুনি, হলুদ, সাদাসহ হরেক রকমের বাহারি ফুলের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে হলে আপনাকে যেতে হবে রাজধানীর অদূরে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদি গ্রামে।

প্রতিদিন হাজার মানুষ পরিবার নিয়ে এই গ্রামে ঘুরতে আসেন। ফুলের সৌন্দর্যের সঙ্গে নিজেকে জড়িয়ে অনেকেই ছবি তোলেন, ভিডিও করেন। আবার কেউবা প্রিয়জনের জন্য ফুল কিনে নিয়ে যান। পর্যটকদের আকৃষ্ট করতে ব্রহ্মপুত্র নদের রাস্তার পূর্ব পাশে বসানো হয়েছে বিভিন্ন রঙের বড় বড় ছাতা। ছাতার নিচে রাখা হয়েছে ফুলের টব দিয়ে সাজানো খাবারের টেবিল। যেন পর্যটকরা খাবার খেতে খেতে নদী ও ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারেন।

এখানে কাঠের দোতলা ছাদের ওপর রয়েছে নূর হোসেন মামার ফুচকা-চটপটির দোকান। ছাদের চারদিকে টবে ফুলগাছ লাগিয়ে বাগান তৈরি করা হয়েছে। নিচতলা ফাঁকা রেখে দোতলায় ফুলের বাগান করার কারণ হিসেবে নূর হোসেন জানান, উঁচু থেকে ব্রহ্মপুত্র নদের পূর্ণ সৌন্দর্য দেখা যায়। ফলে দর্শনার্থীরা ফুলের বাগান, নদ ও ফুচকা-চটপটির স্বাদ একসঙ্গে উপভোগ করতে পারেন। স্মৃতি হিসেবে ধরে রাখতে ভ্রমণকারীরা ফুলের সঙ্গে ছবি তোলেন এবং ভিডিও করেন।

একুশে ফেব্রুয়ারি ও ভালোবাসা দিবসে কৃষকদের বাগানের ফুল বিক্রি হয়ে যাওয়ায় বাগানগুলো শূন্য হয়ে যায়। তাই ফুল দেখতে না পেয়ে দর্শনার্থীরা যেন হতাশ না হন, সেজন্য এই ব্যবস্থা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com