থাইল্যান্ডে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পিক সিজনে যারা বেড়াতে আসবেন তারা এই আইটিনারি টি ফলো করতে পারেন বা কোন প্রশ্ন থাকলে মন্তব্যে করতে পারেন। আমার ভ্রমন অভিজ্ঞতার আলোকে তুলে ধরছি।
ডে ১: ফুকেটের আর্লি মর্নিং ফ্লাইট নিবেন। থাকবেন পাতং বীচের কাছাকাছি। এখন হাই সিজন তাই হােটেল ভাড়া ১০০০+ লাগতে পারে। একা হলে হোস্টেলও থাকতে পারেন। খরচ কমাতে চাইলে বাসেও আসতে পারেন, বাসে ৮০০ বাথ লাগবে, ফ্লাইটে ১৫০০-২০০০ বাথ।
এইদিন বীচে বা নাইট মার্কেট ঘুড়াঘুড়ি করতে পারেন। এবং পরের দিনের জন্য সিটি ট্রিপ হাফ ডে/ফুল ডে প্যাকেজ নিতে পারেন। যদি বাইক চালানোতে এক্সপার্ট হন পাহাড়ি রাস্তায় তাহলে বাইক রেন্ট করতে পারেন ৩০০-৪০০ বাথ লাগবে। ইন্টারন্যাশানাল ড্রাইভিং লাইসেন্স লাগবে না হয় পুলিশ ধরলে ৫০০-১০০ বাথ জরিমানা।
ডে ২: ফুকেট সিটি ট্রিপে চলে যেতে পারেন। হাফ ডে/ফুলডে আইটিনারি অনুযায়ী ১২০০-২০০০ বাথ লাগতে পারে।
ডে ৩: ফুকেট টু ফিফি আইল্যান্ড ফেরী অথবা স্পিড বোটে যেতে পারেন। ৭০০-১২০০ বাথ। হোটেল থেকে আপনাকে ফেরী ঘাট পর্যন্ত নিয়ে যাবে তারপর ওখান থেকে ফেরী/স্পিডবোট করে ফিফি আইল্যান্ড।
ডে ৪: ফিফি আইল্যান্ডে ডে ট্রিপে বের হয়ে যাবে। আশে পাশের সবগুলো আইল্যান্ড এক্সপ্লোর হবে। স্নরকলিং করতে পারবেন। খরচ ৮০০-১৫০০ বাথ লাগবে।
ফিফিতে হোটেল ১০০০+ বাথ খরচ পরবে।
ডে ৫: ফিফি আইল্যান্ডে টু ক্রাবি ফেরী বা স্পিডবোটে ৬০০-১২০০ বাথের মত লাগতে পারে। ক্রাবি আও নাং বীচের কাছে হোটেল নিবেন।
ডে ৬: ক্রাবি তে ৪ আইল্যান্ড ডে ট্রিপ প্যাকেজ নিয়া হং, পদা, চিকেন, রেলী ইত্যাদি আইল্যান্ড গুলো ভ্রমন করে ওই দিন ব্যাংককে ব্যাক করতে পারেন।
ক্রাবি ডে ট্যুর প্যাকেজ গুলো ১২০০-১৬০০ বাথের মধ্যে পাবেন। হোটেল ভাড়া এয়নাং বীচের কাছে থাকলে ১০০০+ বাথ খরচ পরবে।
আপনি যদি ফুকেট থেকে ফিফি আইল্যান্ডে ডে ট্রিপে যান সেক্ষে ফিফি থাকার দরকার হবেন। দুইদিন সময় এবং টাকা বেচে যাবে।
হোটেল বুকিং এর এপ্স: এগোডা
ট্যাক্সি এপ: গ্রাব বা বোল্ট। গ্রাবে খরচ বেশী কিন্তু গাড়ি অনেক থাকে। বোল্টে খরচ কম বাট গাড়ি পেতে সময় লাগে।
ফুকেট ফিফি ক্রাবি এবং থাইল্যান্ডে এয়ারপোর্ট ট্রান্সফার এই নাম্বারে যোগাযোগ করলেই পাবেন: Wahtsapp +66 083 949 6685
থাইল্যান্ডের ডমিস্টিক টিকেট বা ইন্টারন্যাশাল এয়ারটিকেট: স্কাইস্কানার বা বাংলাদেশী পোর্টালগুলো যেমন শেয়ারট্রিপ, গো যায়ান ইত্যাদি।
থাইল্যান্ডের বাস টিকেট: 12go Asia