কোথায়খাবেন : খাবারের ব্যবস্থা এই রিসোর্টেই করা আছে। রিসোর্টে খাবার খেতে হলে আগেই মেনু সেট করে বলে দিতে হবে। এতে করা কতৃপক্ষ খাবার তৈরির ব্যবস্থা করবে। রিসোর্টের নিচ তলাই আছে অতিথিদের খাবার গ্রহণের ব্যবস্থা। আবার চাইলে বাইরের হোটেল, আদিবাসী খাবার ঘর গুলোতেও মেনু থেকে খাবার গ্রহণ করতে পারেন।
কীভাবেযাবেন : ঢাকা থেকে খাগড়াছড়িগামী বাসে করে আগে যেতে হবে খাগড়াছড়িতে। ঢাকার বেশ কয়েকটি স্থান থেকে এসি-নন এসি বাস সার্ভিস চালু আছে। তালিকা নিম্নরূপ :
এস.আলম সার্ভিস, শ্যামলী পরিবহন ছেড়ে যায় ফকিরাপুল থেকে।
সেন্ট মার্টিন পরিবহনের বাস ছাড়ে আরামবাগ থেকে।
গাবতলী থেকে ছাড়ে ঈগল পরিবহন, সৌদিয়া, শান্তি পরিবহন, হানিফ পরিবহন, ইকোনো পরিবহন, হিমাচল পরিবহনের বাস। শান্তি পরিবহনের বাস দীঘিনালা পর্যন্ত সার্ভিস দেয়।
খাগড়াছড়ি থেকে আপনাকে লোকাল বাস, চাঁদের গাড়িতে করে যেতে হবে দীঘিনালা যেতে হবে। তারপর দীঘিনালা থেকে চাঁদের গাড়িতে করে যেতে হবে সাজেক। কেননা সাজেক পর্যন্ত বাস সার্ভিস চালু নেই।