1. [email protected] : চলো যাই : cholojaai.net
প্রবাসীদের ক্ষতিপূরণের ৩ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছে রিয়াদ দূতাবাস
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

প্রবাসীদের ক্ষতিপূরণের ৩ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছে রিয়াদ দূতাবাস

  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রবাসীদের ক্ষতিপূরণের ৩ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে পাঠিয়েছে। ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে ক্ষতিপূরণ এই টাকা পাঠিয়েছে দূতাবাস। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দূতাবাসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে নভেম্বর মাসের বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা ৬৫ জন বাংলাদেশি কর্মীর বকেয়া পাওনা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও ব্লাডমানি হিসেবে আদায়কৃত ২.৯ মিলিয়ন মার্কিন ডলার ঢাকায় অবস্থিত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের “ডেথ কম্পেন্সেশন ফান্ড” এ পাঠানো হয়েছে।

আরো জানানো হয়, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) এর নির্দেশে দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদি আরবে মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় করতে জোরদার কার্যক্রম শুরু করেছে। এবং মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় আরো দ্রুততর করার জন্য ইতোমধ্যে দুইটি সৌদি ল’ফার্ম নিয়োগ দেয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এছাড়া বকেয়া বেতন,সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় এবং তা বাংলাদেশে পাঠানোতে ক্ষতিগ্রস্তদের পরিবারের পক্ষ থেকে রাষ্ট্রদূতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com