বিশ্বে প্রবাসী কর্মীদের সবচেয়ে বেশি বেতন দেওয়া হয় সৌদি আরবে। যুক্তরাজ্যের পরামর্শক প্রতিষ্ঠান ইসিএ ইন্টারন্যাশনাল পরিচালিত এক জরিপ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দ্য মাইএক্সপ্যাট্রিয়েট মার্কেট পে সার্ভে শীর্ষক ওই জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে মধ্যম স্তরের ব্যবস্থাপকেরা বছরে গড়ে ১ কোটি ১৭ লাখ ৮৫ হাজার ৩৪৩ টাকা (৮৩ হাজার ৭৬৩ পাউন্ড) আয় করেন। এটাই বিশ্বে প্রবাসীদের সর্বোচ্চ আয়ের রেকর্ড।
জরিপ প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটিতে গত বছরের তুলনায় প্রবাসী কর্মীদের বার্ষিক গড় বেতন ৩ শতাংশ কমেছে, এরপরও তা বিশ্বে সর্বোচ্চ। এদিকে কর্মী পাঠানোর জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থান হিসেবে এখন যুক্তরাজ্য পরিচিত হচ্ছে।
ইসিএ ইন্টারন্যাশনালের পারিশ্রমিক ও নীতি জরিপ ব্যবস্থাপক অলিভার ব্রাউন সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলেছেন, যদিও তারা সামগ্রিক র্যাঙ্কিংয়ে শীর্ষে না–ও থাকতে পারে, তবু মধ্যপ্রাচ্যে প্রবাসীদের বেতন অবিশ্বাস্যভাবে বেশি। সৌদি আরবে প্রবাসী কর্মীদের সর্বোচ্চ বেতনের কারণে সেখানে কর্মীরা যেতে অনেক উৎসাহ বোধ করেন। সেখানে লভ্যাংশ খরচ কম এবং ব্যক্তিগত কর না থাকায় সামগ্রিক খরচ কম ও সাশ্রয়ী। তিনি আরও বলেন, এই চিত্র যুক্তরাজ্যের বিপরীত। এই দেশে বেতনের চেয়ে ট্যাক্স ও অন্যান্য সুবিধার খরচ বেশি হয়।
জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের চেয়ে জাপানে প্রবাসী কর্মীদের বেতনের ব্যবধান বেড়েছে। যুক্তরাজ্যে বছরে গড়ে ট্যাক্স ও অন্যান্য সুবিধা যেমন বাসস্থান, আন্তর্জাতিক স্কুলিং ও নানা বিল বাবদ ৪ কোটি ৮৬ লাখ ৮ হাজার ১৯০ টাকা (৪ লাখ ৪১ হাজার ৬০৮ মার্কিন ডলার) ব্যয় হয়, যা মোট বেতন ১৮ শতাংশ।
এ সত্ত্বেও হংকংপ্রবাসী শ্রমিকদের পাঠানোর জন্য বিশ্বের পাঁচটি ব্যয়বহুল স্থানের তালিকায় উঠতে তিন ধাপ এগিয়ে গেছে। এই র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের অবস্থান ১৬তম।