মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

প্যারিসে নানা আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

দেশের সীমানা ছাড়িয়ে আবহমান বাংলার সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ প্রবাসেও নানা উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে।

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে নববর্ষ। দিনব্যাপী এ উৎসবে বৈশাখী আমেজে মেতে ওঠেন প্রবাসী বাঙালিরা।

প‍্যারিসের বিভিন্ন এলাকায় নববর্ষ পালন করা হলেও মেরি দো ক্লিসি এলাকায় অনুষ্ঠিত বৈশাখী উৎসব অনুষ্ঠানকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ পরিবেশনা, রং মাখানো এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সবচেয়ে আকর্ষণীয়।

শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিবেশিত নৃত্য, সংগীত ও কবিতা আবৃত্তি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। উৎসবমুখর পরিবেশে শতাধিক প্রবাসী পরিবার অংশ নেয় এ আয়োজনে।

dhakapost

মেরি দি ক্লিসিতে আয়োজকদের অন্যতম দয়া বড়ুয়া বলেন, ‘বিদেশের মাটিতে নতুন প্রজন্মের মাঝে বাংলা শিল্প ও সংস্কৃতির চর্চা ও টিকিয়ে রাখাই আমাদের উৎসবের প্রধান উদ্দেশ্য। বৈশাখী মেলার মাধ্যমে আমরা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারী রিমা মুৎসুদ্দী জানান, ‘এমন আয়োজন দেখে মনে হচ্ছে যেন দেশের মাটিতেই নববর্ষ উদযাপন করছি। এই মিলনমেলায় সবাই মিলেমিশে এক অনন্য বাঙালিয়ানার বন্ধনে আবদ্ধ হয়েছেন।’

আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করা হবে এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাঙালি শিল্প ও সংস্কৃতি আরও গভীরভাবে ছড়িয়ে পড়বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com