 
							
							 
                    পুরান ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ঐতিহ্য রক্ষায় সচেতনতা তৈরিতে ‘হেরিটেজ ট্যুর’ করল সেভ দ্য হেরিটেজেস অব বাংলাদেশ।
শনিবার সংগঠনটি তাদের ১০০তম ঐতিহ্য সফর করেছে পুরান ঢাকার ফরাশগঞ্জ, সূত্রাপুর ও ধোলাই খাল এলাকায়।
সকালে লালকুঠিতে (নর্থ ব্রুক হল) কেক কাটার মধ্য দিয়ে তাদের অনুষ্ঠান শুরু হয়। এরপর ব্যানার, ঘোড়ার গাড়ি নিয়ে পদযাত্রায় অংশ নেন ঢাকা ও বাইরে থেকে আসা দেড় শতাধিক সদস্য৷
পরে তারা একে একে ঘুরে দেখেন শিব মন্দির, রূপলাল হাউজ, মঙ্গলালয়, বসন্ত বাবুর বাড়ি, বড় বাবুর বাড়ি, বিবিকা রওজা, বিহারী লাল জিউ মন্দির, সূত্রাপুর জমিদার বাড়ি, জলসাঘর, মুড়াপাড়া জমিদারের ঢাকার বাড়ি, ঋষিকেশ বাবুর বাড়ি, রোকনপুর কাজীবাড়ি।
পুরান ঢাকার ঐতিহ্য ঘুরে দেখতে ফেনী থেকে আসেন আরিফুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, “একা একা ঘুরে বেড়াই। কিন্তু একসঙ্গে আসলে ভেতরে গিয়ে দেখা যায়, তাই আসছি। আগে চলন্ত অবস্থায় দেখেছি, একা তো ভেতরে যাওয়া যায় না। ইতিহাস ঐতিহ্য জানতে পারছি।”
ফরিদপুর থেকে আসা মুকিম হোসেন বলছিলেন, পুরনো দালানগুলোর রহস্য খুঁজতেই তার এই আয়োজনে আসা।
“স্ট্রাকচারগুলো এখন নতুন বিল্ডিংয়ে দেখা যায় না। কীভাবে তৈরি হলো, কীভাবে টিকে আছে- এগুলো নিয়ে ভাবতে ভালো লাগে। ঐতিহ্যের উপর বেশি ইন্টারেস্ট। আবার দলের সবার সঙ্গে দেখা হবে, এই আনন্দটা মিস করতে চাইনি।”
 
দেশের ঐতিহ্য সম্পর্কে মানুষকে জানাতেই এ ভ্রমণ আয়োজন করার কথা বললেন সেভ দ্য হেরিটেজেস অব বাংলাদেশ’র পরিচালক সাজ্জাদুর রশীদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আজকে চাইলেই ভেঙে ফেলতে পারি, কিন্তু ১০০ বছর আগের জিনিসটাকে চাইলেই ফিরিয়ে আনতে পারব? আমাদের যে শেকড়- সেটাকে ভেঙে ফেললে ভবিষ্যতের এরা জানবে কীভাবে? আমরা এই বার্তাটাই দিতে চাই- নিজের ঐতিহ্যটাকে রক্ষা করেন, নিজের শেকড়টাকে রক্ষা করেন।”
ঐতিহ্য রক্ষায় সরকারি উদ্যোগের প্রয়োজন দেখছেন সাজ্জাদুর রশীদ।
তিনি বলেন, তাদের সংগঠন সচেতনতা তৈরি করতে পারে, ধারণা বা তথ্য দিতে পারে। তবে সেগুলো রক্ষার সক্ষমতা তাদের নেই, ফলে সরকারের উদ্যোগ প্রয়োজন।
 
“কারণ এখানে যারা থাকছে, তারা কোথায় যাবে? তাদের তো কোথাও না কোথাও নিয়ে যেতে হবে৷ কিছু দখলে আছে, হাত বদল হয়ে গেছে অনেক বাড়ি, জির্নশীর্ন হয়ে গেছে অনেক কিছু, অনেকগুলোর মালিক এতটাই দুর্বল যে- এটাকে নতুন করে তৈরি করতে পারছে না।”
জনপরিসরে সচেতনতা তৈরির পাশাপাশি হারিয়ে যাওয়া ঐতিহ্য খুঁজে বের করে সেই তথ্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে দিয়ে থাকে সেভ দ্য হেরিটেজেস অব বাংলাদেশ।
ফেইসবুক সংগঠনটি ২০১৪ সাল থেকে ঐতিহ্য সফর শুরু করে। তাদের প্রথম ভ্রমণ ছিল সাভার ও কালিয়াকৈর এলাকার বেশকিছু ঐতিহ্যবাহী স্থাপনা।