রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন

পিপিপিতে হচ্ছে না খান জাহান আলী বিমানবন্দর

  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩

বাগেরহাটের খান জাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) হচ্ছে না। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান।

তিনি বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক বাগেরহাটের খান জাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্পটি পিপিপি তালিকা থেকে প্রত্যাহার সংক্রান্ত প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

পিপিপি থেকে বদ পড়ার কারণে খান জাহান আলী বিমানবন্দর আর হওয়ার সম্ভাবনা আছে কি না? জানতে চাইলে সচিব মো. মাহমুদুল হোসাইন খান বলেন, পিপিপি থেকে বাদ দেওয়া মানেই খান জাহান আলী বিমানবন্দর আর হবে না বিষয়টি তা নয়। সরকার চাইলে এটি নিজস্ব অর্থায়নে করতে পারে। এখন এটি পিপিপি থেকে বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রকল্পটি বাতিল করা হয়নি।

এদিকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে সচিব মো. মাহমুদুল হোসাইন খান বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ‘কনস্ট্রাকশন অব হাইরাইজ অ্যাপার্টমেন্ট অ্যাট পূর্বাচল নিউ টাউন প্রজেক্ট’ পিপিপি ভিত্তিতে সিঙ্গাপুরের সঙ্গে জিটুজি চুক্তি অপসারণ করে পিপিপি ভিত্তিতে একটি সেক্টরে (সেক্টর নম্বর-৩) হাইরাইজ অ্যাপার্টমেন্ট নির্মাণ এবং ছয়টি ব্লকে (সেক্টর নম্বর-৮, ৯, ১০, ১৩, ২৫ ও ২৯) নিম্ন আয়ের লোকদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ‘ভোটার নিবন্ধনের জন্য (বিভিআরএস) সফটওয়ার লাইসেন্স ও সাপোর্ট সার্ভিস’ ক্রয় কার্যক্রমটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রয়ের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে- বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com