পাশেই হাতছানি দেয় ভারতের মেঘালয় পাহাড়, বুকজুড়ে বয়ে যাচ্ছে হাওর। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় সলুকাবাদ ইউনিয়নের ‘চেংবিল’ এলাকায় গেলেই দেখা মিলবে এমন সুন্দরের। হাওর, নদী, ও সবুজ পাহাড়ের সৌন্দর্যের মেলবন্ধন ঘটেছে এখানে।
থৈ থৈ জলের ওপর তখন ছোট ছোট গ্রামগুলো ভাসে দ্বীপের মতো। আবার শুকনা মৌসুমে মাইলের পর মাইল পায়ে হাঁটাপথ। মানুষের যোগাযোগ-যাতায়াত এখানে কিছুটা কঠিন। এই কঠিন যোগাযোগের বিষয়টি ধরা আছে এলাকার প্রাচীন প্রবাদে, ‘বর্ষায় নাও, আর হেমন্তে পাও’।
চেংবিল এলাকার স্থানীয় রহিম মিয়া জানান, সম্প্রতি এই জায়গায় প্রতিনিয়ত বাইরের মানুষদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যা দিন দিন বেড়েই চলেছে।
বিশম্বরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাদিউর রহিম জাদিদ বলেন, ‘যে জায়গা ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে সেটি ব্যক্তি মালিকানাধীন ছিলো। তিনি এখন জায়গাটি উনি সরাকারকে পর্যটন বিকাশের জন্য দান করেছেন। উপজেলা প্রশাসন বিষয়টি নিয়ে কাজ করছে।’ এখানে এসে যেন পর্যটকরা সুন্দর সময় কাটাতে পারেন সে বিষয়টি নিয়েও উপজেলা প্রশাসন ভাবছে বলেও জানান তিনি।