পৃথিবীতে (Earth) দিন দিন জনসংখ্যার (Population) চাপ বাড়ছে। ফলে যদি পৃথিবীর মতো বিকল্প গ্রহ পাওয়া যায়, যা মানুষের বাস যোগ্য তাহলে কেমন হয়? এ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা ও খোঁজ চালিয়ে যাচ্ছে। এই ভাবে মহাকাশ গবেষণা সংস্থা নাসা (Nasa) আমাদের সৌরজগতের বাইরে বেশ কিছু বাস যোগ্য গ্রহের সন্ধান পেয়েছে। এটি কেপলার স্পেস টেলিস্কোপের (Kepler Space Telescope) মাধমে ধরা পড়েছে। চলুন পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহগুলির (Discover Earth-sized Planets) নাম জেনে নিন।
কেপলার : ২০১১ সালে সৌরজগতের বাইরে একটি গ্রহ আবিষ্কার করেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁরা এই গ্রহটির নাম দিয়েছেন কেপলার-২২বি। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই গ্রহটি মানুষের বসবারের উপযোগী। তবে পৃথিবীর থেকে প্রায় ২.৪ গুন বড় এই গ্রহটির উপরিভাগ পাথুরে নাকি তরল তা এখনই স্পষ্ট নয়।
নাসার মহাকাশ বিজ্ঞানীরা ২০১৩ সালে কেপলার ৬২এফ গ্রহটির সন্ধান পেয়েছেন। যেটি পৃথিবী থেকে প্রায় ১২০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এই গ্রহটির তার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে ২৬৭ দিন। যা মানুষের বাসযোগ্য বলে মনে করছেন বিজ্ঞানীরা।