শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন

পহেলা বৈশাখ উপলক্ষে টরন্টোর শাড়ি হাউস ও ব্রাইডাল হাব এ চলছে সুপার ডুপার সেল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

বাঙ্গালী নারীর বৈশাখের আয়োজনে শাড়ির বিকল্প নেই। তার সঙ্গে থাকতে হবে মানানসই নানা রঙের লিপস্টিক ও গয়না। পহেলা বৈশাখ বাঙলির প্রাণের উৎসব। এই দিনটি উৎসবে-আনন্দে পালন করেন বিশ্বজুড়ে কোটি বাঙালি।

প্রায় সব দেশেই রয়েছে বর্ষবরণের রীতি। এ রীতি বেশ পুরনো আমাদের বাঙ্গালী সংস্কৃতিতেও।

পহেলা বৈশাখীর পোশাকে কাপড় হিসেবে বেছে নিতে পাড়েন কটন, এন্ডিকটন, ভয়েল কিংবা লিলেনের মতো কাপড়। রঙের ক্ষেত্রে বৈশাখ মানেই লাল-সাদা। অন্যান্য রং যে পরা যাবে না, এমন নয়। তাই লাল-সাদার পাশাপাশি হলুদ, লেমন, পার্পেল, বাসন্তির মতো রংও বেছে নিতে পারেন। শাড়ি যদি একদমই সামলে না রাখতে পারেন তবে কামিজ কিংবা কুর্তিও পরতে পারেন। তবে উৎসবটি একেবারে দেশীয় সংস্কৃতির তাই মেয়েদের জন্য শাড়ি, আর ছেলেদের জন্য পাঞ্জাবীটাই বেশি মানানসই। বাচ্চাদের পরাতে পারেন পাতলা সুতির শাড়ি বা সালওয়ার-কামিজ।

রাতে দাওয়াত কিংবা কোনো অনুষ্ঠানে অ্যান্ডি সিল্ক, ধুপি – য়ান বা কাতান কাপড়ে লেইস বসানো অথবা নকশা করা বøাউজ পরা যেতে পারে। এই সময়ে হাই নেক, বোট নেক, পেছনে কাটা, সামনে ও পেছনে ‘ভি’ আকৃতির কাটের ব্লা্উজের চল দেখা যাচ্ছে। স্টিভলেস ও কনুই পর্যন্ত হাতার ব্লাউজের সঙ্গে ফুলহাতার বøাউজও হবে ফ্যাশনেবল। আর এই প্রবাসে এইসব পোষাকের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টরন্টোর ড্যানফোর্থে অবস্থিত শাড়ি হাউস আর ব্রাইডাল হাব। একই মালিকানার এই প্রতিষ্ঠান দুটোতে এবারের পহেলা বৈশাখ উপলক্ষে এখন চলছে সুপার ডুপার সেল।

চুলের সাজ: চুলে করতে পারেন খোঁপা বা বেণী বৈশাখের সাজে। মাঝারি বা ছোট চুল হলে এখনই দিয়ে ফেলুন মানানসই কোনো হেয়ার কাট। উৎসবের দিন সেটাকে আয়রন করে একপাশে রেখে দিতে পারেন বা ছোট্ট কোনো ব্যান্ড দিয়ে হাল্কা হাতে একটু অগোছালো করে আঁটকে নিতে পারেন। তবে তাতে ফুলও থাকা চাই-ই চাই! চুল না ছেড়ে হালকা বেঁধে দিতে পারেন। করতে পারেন সাধারণ বেণী বা ফ্রেঞ্চ বেণী। আবার সামনে একটু মেসি স্টাইল করে, পেছনটা খোঁপা করা যেতে পারে। সামনের দিকে ফ্রেন্স বেণী করে পেছনে খোঁপাও করা যেতে পারে। মাঝখানে একটি সিঁথি করে খোঁপা করতে পারেন। খোঁপা বা বেণীতে ফুল লাগাতে ভুলবেন না যেন।

গয়না : মানানসই গয়না বেছে নেয়া ভালো বৈশাখে শাড়ির সঙ্গে। বাঙালি নারী গয়না না পরলেও দু’হাত ভর্তি চুড়ি সাজ পূর্ণ করে দেয়। শাড়ির পাড়ের সঙ্গে মিলিয়ে রেশমি চুড়ি পরতে পারেন। শাড়ি হাউস এবং ব্রাইডাল হাব এ বৈশাখী সাজে সাজার জন্য রয়েছে নানা রকম গয়নাও। সপরিবারে বা বন্ধুদের নিয়ে ঘুরে যেতে পারেন এখানে। সুপার ডুপার সেল এ অনেক কিছুই পাবেন শাড়ি হাউস এবং ব্রাইডাল হাব এ ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com