রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন

পর্যটনে ইউরোপের সেরা পর্তুগাল

  • আপডেট সময় শনিবার, ২ মার্চ, ২০২৪

পর্যটনের অস্কার খ্যাত ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডের ২০২২ সংস্করণে ইউরোপের সেরা পর্যটন গন্তব্য হিসেবে নির্বাচিত হয়েছে পর্তুগাল এবং ইউরোপের সেরা শহর হিসেবে দেশটির বন্দর নগরী খ্যাত পর্তো শীর্ষস্থান অর্জন করে নিয়েছে।

পর্তুগালের পর্যটন, বাণিজ্য এবং পরিষেবার সচিব রিতা মার্কেস জানিয়েছেন, ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডসের ২০২২ সংস্করণে তিন ডজনরও বেশি পুরস্কার মহামারি পরবর্তী সময়ে অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। আমাদের পর্যটন সংস্থা এবং পর্যটন সংশ্লিষ্ট সকলের কর্মকাণ্ড আন্তর্জাতিক স্তরের স্বীকৃতিতে আমি গর্বিত।

এই অর্জনে আমি সকলকে অভিনন্দন জানাই যারা পর্তুগালের পর্যটন খাতকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছেন। পর্তুগালের রাজধানী লিসবন তিনটি খেতাব- যেমন- ইউরোপ সেরা সিটি ব্রেক গন্তব্য, সমুদ্র সংলগ্ন মেট্রোপলিটন গন্তব্য ও শীর্ষ ক্রুজ গন্তব্য, আলগারভ ইউরোপের সেরা সমুদ্র সৈকত গন্তব্য, আজোরেস দ্বীপপুঞ্জ অ্যাডভেঞ্চার ট্যুরিজম গন্তব্যসহ আরও বিভিন্ন হোটেল, মোটেল, রিসোর্ট ও আঞ্চলিক ট্যুরিজম সেক্টরে ইউরোপের সেরা পর্যটন হিসেবে নির্বাচিত হয়েছে।

বিশ্বের সমস্ত দেশ থেকে পর্যটন সেক্টরের জড়িত লাখ লাখ পেশাজীবীর ভোটে এই ফলাফল নির্ধারিত হয়েছে। তাছাড়া পর্যটন সেবার বিভিন্ন ক্যাটাগরিতে ইউরোপের হিসেবে ৩০টির বেশি পুরস্কার জিতেছে পর্তুগাল। গত ছয় বছরের মধ্যে পাঁচবারের মত এই খেতাব অর্জন করল পর্তুগাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com