সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন

পরিবার নিয়ে কানাডায় আসার উপায়

  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
কানাডায় পরিরার নিয়ে আসার অনেক মাধ্যম রয়েছে। বেশিরভাগ মাধ্যমে requirements অনুযায়ী আবেদন করলে স্থায়ী বসবাস করার সুযোগ মেলে।
1 ইমিগ্রান্ট : এই ভিসায় স্পাউস, ২২ বছরের নিচে বাচ্চাদের সঙ্গে আনা যাবে। আসার পর পাবেন কানাডার সকল সুবিধা। ভোট দিতে পারবেন। বাড়ি কিনতে পারবেন। লিগ্যালি সবকিছু করা যাবে।
2 স্টুডেন্ট ভিসা: স্পাউস ও বাচ্চাদের আনা যাবে। আসার ১৮ মাস পরে বাচ্চারা চাইল্ড বেনিফিটস পাবে। সঙ্গে সঙ্গে পাবলিক স্কুলে পড়তে পারবে। ডেকেয়ারে ফ্রি থাকতে পারবে। আয় বেশি হলে কিছু ফি দিতে হয়। স্টুডেন্টদের হেল্থ বেনিফিটস আলাদা থাকে। স্টুডেন্টরা নিজের অর্থে বাড়ি কিনতে পারে। আমার একজন কলিগ কিনেছিল।আরো অনেক কিছু। তবে একটা কথা। স্পাউসরা আগে ওপেন ওয়ার্ক পারমিট পেতেন, এখন পাবেন না। শুধুমাত্র মাস্টার্স, ডক্টরেট এদের স্পাউসরা পাবেন।
3. ওয়ার্ক পারমিট: আপনি দেশ থেকে জব অফার নিয়ে ওয়ার্ক পারমিটে আসলে সঙ্গে পরিবার নিয়ে আসতে পারবেন। স্পাউস ও dependent বাচ্চারা আসতে পারবে। বাচ্চারা ফ্রি স্কুলে পড়বে। চাইল্ড বেনিফিটস পায় আয়ের ওপর ভিত্তি করে। এখানে একটা সুবিধা আছে। স্পাউসরা পাবেন ওপেন ওয়ার্ক পারমিট। যা এখন ইন্টারন্যাশনাল ডিপ্লোমা স্টুডেন্টদের স্পাউসরা পাচ্ছেন না। ওপেন ওয়ার্ক পারমিট মানে কানাডায় যেকোনো কোম্পানিতে কাজ করা যাবে।
4 কেয়ার গিভার ভিসা: এই ভিসায় স্পাউস ও বাচ্চাদের নিয়ে আসতে পারবেন। স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট পাবেন। বাচ্চারা স্কুলে পড়তে পারবে ফ্রি। এই ভিসার ওপর সরকার যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। মানে কেউ যদি আবেদন করেন, তাহলে হওয়ার সম্ভাবনা আছে। এটা যেহেতু কেয়ারের ব্যাপার সেইজন্য। দুই বছর পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন তখন নাগরিক হয়ে যাবেন। তবে এই ভিসায় আপনাকে জব অফার ম্যানেজ করতে হবে। তারপর ওয়ার্ক পারমিট। এই ভিসার সুবিধা হলো লেখাপড়া ও IELTS এত বেশি হাই লাগে না। কাজের অভিজ্ঞতা এক বছরের মতো হলেই হয়। বিভিন্ন কানাডিয়ান ওয়েবসাইট কেয়ারগিভার হায়ারের বিজ্ঞাপন থাকে।
5 Asylum seeker: অনেকে ভিজিট ভিসায় এসে asylum seek করেন। পরিবারসহ। কেউ কেউ PR পেয়েছেন বা পাচ্ছেন শুনেছি। Asylum seeket দের বাচ্চারা স্কুলে ফ্রি পড়তে পারে স্থায়ী বসবাসের আগেই। তবে এই ভিসায় জীবনধারণ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। অনেকেই ইংরেজিতে দক্ষ না হওয়ায় প্রফেশনাল কাজ জুটাতে পারেন না।
আপনার যদি সকল কোয়ালিটি থাকে তাহলে ইমিগ্রেশনের জন্য আবেদন করা শ্রেয়। যদিও আগাতে কম নিবে তাই প্রতিযোগিতাও হবে বেশি। তবে ভাগ্যে থাকলে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ সবই করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com