বাঙালির চিরচেনা সম্পর্কগুলোর মধ্যে অন্যতম হলো শরৎ আর নীল-সাদা রঙের মেলবন্ধন। উৎসবপ্রিয় বাঙালি যেকোনো ঋতুকে বরণ করে নিতে প্রাধান্য দেয় নির্দিষ্ট কিছু রংকে। যেমন বসন্তবরণে হলুদ, বৈশাখে লাল-সাদার মতো শরৎকালে নীল-সাদা রং প্রাধান্য পেয়ে আসছে যুগ যুগ ধরে।
শরতের পোশাকের নকশায় স্বাভাবিকভাবেই উঠে আসে শরৎ শুভ্র আকাশের রং। সঙ্গে আরও আসে সাদা, নানা শেডের নীল আর ধূসর রং। রঙ বাংলাদেশের শরৎ কালেকশনের শাড়িগুলোর জমিনে ফুটে উঠেছে নানা ধরনের ফুলেল মোটিফ। একেক শাড়িতে একেক ধরনের কারুকাজ।
শরৎ কালেকশনে মেয়েদের জন্য আছে আকাশি ও সাদা রঙের শাড়ি ছাড়াও ব্লাউজ আর গয়না। এ ছাড়া ছেলেদের জন্য আছে আকর্ষণীয় পাঞ্জাবি। পাবেন সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, গাউন, আনস্টিচ ড্রেস, স্কার্ট, ওড়না, পায়জামা, টি–শার্ট, শার্ট, ফতুয়া, কাতুয়া, অ্যাকসেসরিজসহ আরো অনেক সামগ্রী।
ছবি: রঙ বাংলাদেশ