বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

নীল শাড়িতে শরৎ উদ্‌যাপন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

বাঙালির চিরচেনা সম্পর্কগুলোর মধ্যে অন্যতম হলো শরৎ আর নীল-সাদা রঙের মেলবন্ধন। উৎসবপ্রিয় বাঙালি যেকোনো ঋতুকে বরণ করে নিতে প্রাধান্য দেয় নির্দিষ্ট কিছু রংকে। যেমন বসন্তবরণে হলুদ, বৈশাখে লাল-সাদার মতো শরৎকালে নীল-সাদা রং প্রাধান্য পেয়ে আসছে যুগ যুগ ধরে।

রঙের সঙ্গে আমাদের বাঙালিয়ানা ফ্যাশনের সম্পর্কটি সত্যিই সুন্দর। দেশীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশের কালেকশনে এবার  প্রাধান্য পেয়েছে শাড়ি। আর সব শাড়িই নীল-সাদা রংকে উপজীব্য করে নকশা করা হয়েছে।

পোশাকের জমিনে মন ভালো করা রং ও মোটিফ

শরতের পোশাকের নকশায় স্বাভাবিকভাবেই উঠে আসে শরৎ শুভ্র আকাশের রং। সঙ্গে আরও আসে সাদা, নানা শেডের নীল আর ধূসর রং। রঙ বাংলাদেশের শরৎ কালেকশনের শাড়িগুলোর জমিনে ফুটে উঠেছে নানা ধরনের ফুলেল মোটিফ। একেক শাড়িতে একেক ধরনের কারুকাজ।

আকাশি–নীল শাড়িতে ব্লক প্রিন্ট করা ছোট সাদা ফুল আর সবুজ পাড়ের ফিরোজা নীল শাড়ির জমিনে নকশা করা ছোট ছোট ফুল-পাতার প্রিন্ট রয়েছে।
আবার এই কালেকশনের সাদা জমিনের শাড়ির আঁচল, কুঁচি আর পাড়ে ফুটিয়ে তোলা হয়েছে কমলা, লাল, নীল, সবুজ আর হলুদ রঙের ফুলের ব্লক প্রিন্ট।তবে সাদা-নীল ছাড়া অন্যান্য রং আর পাড়ে ট্যাসেলের ব্যবহার যেন শাড়িগুলোকে প্রাণ দিয়েছে।

আর যা আছে শরৎ কালেকশনে

শরৎ কালেকশনে মেয়েদের জন্য আছে আকাশি ও সাদা রঙের শাড়ি ছাড়াও ব্লাউজ আর গয়না। এ ছাড়া ছেলেদের জন্য আছে আকর্ষণীয় পাঞ্জাবি। পাবেন সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, গাউন, আনস্টিচ ড্রেস, স্কার্ট, ওড়না, পায়জামা, টি–শার্ট, শার্ট, ফতুয়া, কাতুয়া, অ্যাকসেসরিজসহ আরো অনেক সামগ্রী।

গরমের প্রকোপ থাকায় নানা ধরনের সুতি ফেব্রিক ব্যবহার করা হয়েছে। আর্দ্রতার কথা মাথায় রেখে এসব পোশাকের প্যাটার্নও হয়েছে ঢিলেঢালা, ক্যাজুয়াল। এই আয়োজন দেখতে ও কেনাকাটার সুবিধার্থে ক্রেতাসাধারণ আসতে পারেন রঙ বাংলাদেশের যেকোনো আউটলেটে। চাইলে অর্ডার করা যাবে অনলাইনেও।

ছবি: রঙ বাংলাদেশ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com