সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

নির্বাচনের সিদ্ধান্ত হলেই দেশে ফিরবেন শেখ হাসিনা: জয়

  • আপডেট সময় শনিবার, ১০ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশে ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অভ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

তবে হাসিনা নির্বাচনে লড়বেন কি না, তা স্পষ্ট করেননি তিনি।

অবশ্য একদিন আগেই জয় বলেছিলেন, বাংলাদেশে ফের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই হাসিনা ফিরে আসবেন। যদিও জয় তারও আগে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছিলেন, হাসিনা আর কখনও দেশে ফিরবেন না, রাজনীতিতেও ফিরবেন না।

কয়েক সপ্তাহের সহিংস আন্দোলনের পর পদত্যাগে বাধ্য হয়ে গত সোমবার (৫ আগস্ট) ভারতে পালিয়ে যান হাসিনা। এরপর বৃহস্পতিবার নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে বাংলাদেশে। এ সরকার নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবে।

টাইমস অভ ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে জয় বলেন, ‘আপাতত তিনি (হাসিনা) ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাংলাদেশে ফিরবেন।’

৭৬ বছর বয়সি শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সেটি অবশ্য নিশ্চিত করেননি তিনি। ‘বর্তমান মেয়াদে (প্রধানমন্ত্রীর) দায়িত্ব পালন করার পর আমার মা এমনিতেই রাজনীতি থেকে অবসরে যেতেন,’ বলেন জয়।

তিনি আরও বলেন, ‘আমার কখনও কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। যুক্তরাষ্ট্রে আমি থিতু হয়েছিলাম। কিন্তু গত কয়েকদিনে বাংলাদেশের ঘটনাপ্রবাহ দেখিয়ে দিচ্ছে যে সেখানে নেতৃত্বশূন্যতা তৈরি হয়েছে। দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে, আমি এখন অগ্রভাগে আছি।’

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গড়ে ওঠা কয়েক সপ্তাহব্যাপী আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ৪০০ জনেরও বেশি মানুষ নিহত ও কয়েক হাজার আহত হওয়ার পর সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।

হাসিনা এখন ভারতের নয়াদিল্লিতে একটি সেফ হাউসে আছেন। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা করছেন। তবে ব্রিটিশ হোম অফিস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com