শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

নিজে নিজে যেভাবে কানাডার ভিসার জন্য এপ্লাই করবেন

  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
↘️১. প্রাথমিক প্রস্তুতি
𝐈𝐑𝐂𝐂 (𝐈𝐦𝐦𝐢𝐠𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐑𝐞𝐟𝐮𝐠𝐞𝐞𝐬 𝐚𝐧𝐝 𝐂𝐢𝐭𝐢𝐳𝐞𝐧𝐬𝐡𝐢𝐩 𝐂𝐚𝐧𝐚𝐝𝐚) ওয়েবসাইটে যান এবং একটি 𝐆𝐂𝐊𝐞𝐲 অ্যাকাউন্ট খুলুন। একাউন্ট তৈরি করতে ইমেইল, পাসওয়ার্ড এবং সিকিউরিটি প্রশ্ন সেভ রাখুন।
↘️২. আবেদন শুরু
𝐆𝐂𝐊𝐞𝐲 অ্যাকাউন্টে লগইন করে “𝐒𝐭𝐚𝐫𝐭 𝐚𝐧 𝐚𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧” বাটনে ক্লিক করুন। এরপর “𝐕𝐢𝐬𝐢𝐭𝐨𝐫 𝐕𝐢𝐬𝐚, 𝐒𝐭𝐮𝐝𝐲 𝐚𝐧𝐝 𝐖𝐨𝐫𝐤 𝐏𝐞𝐫𝐦𝐢𝐭” নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য দিন।
↘️৩. ডকুমেন্ট আপলোড
সঠিক তথ্য দিয়ে 𝐏𝐃𝐅 ফর্ম পূরণ করুন:
💥𝟏. 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐅𝐨𝐫𝐦 (𝐈𝐌𝐌𝟓𝟐𝟓𝟕)
💥𝟐. 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲 𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 (𝐈𝐌𝐌𝟓𝟐𝟒𝟓)
💥𝟑. 𝐒𝐜𝐡𝐞𝐝𝐮𝐥𝐞 𝟏 (𝐈𝐌𝐌𝟓𝟐𝟐𝟕)
প্রয়োজনীয় ডকুমেন্ট:
💥পাসপোর্ট কপি
💥ব্যাংক স্টেটমেন্ট
💥সাম্প্রতিক ছবি
💥ভ্রমণ পরিকল্পনা
↘️৪. ফি পরিশোধ
অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ড দিয়ে আবেদন ফি (𝟏𝟎𝟎 𝐂𝐀𝐃) ও বায়োমেট্রিক ফি (𝟖𝟓 𝐂𝐀𝐃) প্রদান করুন।
↘️৫. বায়োমেট্রিকস
বায়োমেট্রিক ইমেইল পাওয়ার পর 𝐕𝐅𝐒 গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিন এবং ফিঙ্গারপ্রিন্ট জমা দিন।
↘️৬. রেজাল্ট
ইমেইলে নোটিশ পেলে 𝐆𝐂𝐊𝐞𝐲 অ্যাকাউন্ট চেক করুন। ভিসা অনুমোদন পেলে পাসপোর্ট জমা দিন এবং ভিসা লাগানো পাসপোর্ট সংগ্রহ করুন।
↘️৭. রিজেকশন
রিজেকশন হলে নতুন করে আবেদন করতে পারেন। বায়োমেট্রিক ১০ বছরের জন্য কার্যকর থাকে।
এই ধাপগুলো মেনে নিজের ভিসা আবেদন করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com