বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
Uncategorized

নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসা

  • আপডেট সময় সোমবার, ২৯ মার্চ, ২০২১

বাংলাদেশে নিউজিল্যান্ডের হাই কমিশন না থাকায় ভারতের মুম্বাই অথবা কোলকাতা এ অবস্থিত নিউজিল্যান্ডের ভিসা প্রোসেসিং অফিস যাবতীয় ভিসা সংশ্লিষ্ট বিষয়গুলো দেখাশুনা করে। তাই বাংলাদেশ থেকে যদি কেউ স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চান, তাহলে ভারতের মুম্বাই অথবা কোলকাতায় অবস্থিত নিউজিল্যান্ডের ভিসা সংক্রান্ত অফিসের মাধ্যমে আবেদন করতে হবে।

নিউজিল্যান্ডের ভিসা আবেদনের কিছু প্রয়োজনীয় তথ্য:

  • আবেদনকারীর অরিজিনাল পাসপোর্ট
  • ভিসার জন্য আবেদনের সময় ‘ভিসা আবেদন সেন্টার’ (Visa Application Centre) এ পাসপোর্ট ‘পাসপোর্ট হ্যান্ডলিং ফি’ এবং যদি অন্য চার্জ প্রযোজ্য হয় তবে তা জমা দিতে হবে
  • অনলাইনে ভিসার আবেদনের সময় আবেদন করার পর ‘আবেদন নিশ্চায়ন পত্র’ টির প্রিন্ট কপিটি সংরক্ষণ করতে হবে
  • আবেদনকারীর মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস, ভিসা প্রোসেসিং এর কাজ শেষ হওয়ার পর কাগজপত্র যে ঠিকানায় পাঠানো হবে তার ঠিকানা সঠিক ভাবে দিতে হবে

নিউজিল্যান্ডের ভিসা আবেদনের জন্য ভারতের মুম্বাই ও কোলকাতায় অবস্থিত নিউজিল্যান্ডের ভিসা প্রোসেসিং এর অফিসের ঠিকানা:

  • New Zealand Visa Application Centre – Mumbai

TT Services
#105, 1st Floor,
Hallmark Business Plaza,
Guru Nanak Hospital Road,
Bandra (East),
Mumbai 400051,
India.

  • New Zealand Visa Application Centre – KolkataTT Services
    8/1 A, Little Russel Street, 4th Floor,
    Kolkata 700071,
    India.

বাংলাদেশীদের জন্য স্টুডেন্ট ভিসার আবেদন করতে হলে কোলকাতায় অবস্থিত নিউজিল্যান্ডের ভিসা প্রোসেসিং অফিসে আবেদন ফী জমা দিতে হবে।আবেদনের জন্য ২৩৫ মার্কিন ডলার বা ১৪,১০০ ভারতীয় রুপি (বাংলাদেশী টাকায় ১৮৩০০ টাকা) জমা দিতে হবে।

** পাসপোর্ট হ্যান্ডেলিং ফি হিসেবে বাংলাদেশী ছাত্রদের জন্য ১৩৭৪ ভারতীয় রুপির অথবা বাংলাদেশী টাকায় প্রায় ১৭২৭ টাকা ‘টিটি সার্ভিস’ (TT Services) এর মাধ্যমে পাঠাতে হবে।

স্টুডেন্ট ভিসা প্রসেসিং:

স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর জন্য সাধারণত দুই থেকে চার সপ্তাহ লাগতে পারে। ভিসা প্রসেসিং এর জন্য কতদিন সময় লাগবে তা আবেদনকারীর তথ্য যাচাই এবং মূল্যায়ন করার উপর নির্ভর করে। তবে সাধারণত কত দিনের মধ্যে ভিসা প্রসেসিং এর কাজ শেষ হতে পারে তা আবেদনের সময় জানিয়ে দেয়া হয়।

ভিসা আবেদনের জন্য ছবি:

  • পাসপোর্ট সাইজের ২ কপি ছবি লাগবে
  • ছবি ৬ মাসের বেশি পুরনো হওয়া যাবে না
  • ছবিতে কোন কিছু পরিবর্তন করা যাবে না
  • আবেদনকারীর চেহারা স্পষ্ট ভাবে বোঝা যেতে হবে।
  • ছবি রঙ্গিন হতে হবে। কালো এবং সাদা ছবি গ্রহণযোগ্য নয়
  • ছবির পটভূমি সাধারণ এবং হালকা রঙ্গের হতে হবে কিন্তু সাদা রঙ্গের পটভূমি হওয়া যাবে না
  • মুখমণ্ডল ও চোখের উপরে কোন চুল থাকা যাবেনা। চোখ স্পষ্ট ভাবে বোঝা যেতে হবে।
  • ছবি তোলার সময় কোন সানগ্লাস, লেন্স ব্যবহার করা যাবে না। যদি আবেদনকারী চশমা ব্যবহার করেন তবে তাকে চশমা ছাড়া ছবি তুলতে হবে।
  • মাথায় কোন প্রকার টুপি অথবা মাথায় বাঁধার ফিতা অথবা কাপড় থাকা যাবেনা। শুধু মাত্র ধর্মীয় ক্ষেত্রে এবং রুগী ও মেডিকেল কাজের জন্য মাথায় কাপড়, টুপি অথবা ফিতা দেয়া যেতে পারে।
  • অনলাইনে আবেদনের সময় –
    –    ছবি jpg অথবা jpeg ফরমেটে হতে হবে
    –    ছবির সাইজ ৫০০ কিলোবাইট থেকে ১০ মেগাবাইট এর মধ্যে হতে হবে
    –    ছবির আকার প্রস্থে ৯০০ পিক্সেল ও উচ্চতা ১২০০ পিক্সেল থেকে প্রস্থে ৪৫০০ পিক্সেল ও উচ্চতা ৬০০০
    পিক্সেল এর মধ্যে হতে হবে
    –    ছবির অনুপাত হতে হবে ৪:৩ (4:3)

স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার নিয়ম:

  • নিউজিল্যান্ডে পড়তে যাবার জন্য প্রয়োজনীয় অর্থ আছে কিনা তার প্রমাণপত্র
  • আবেদনকারীর পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
  • জন্ম নিবন্ধন-পত্র
  • স্নাতক ডিগ্রী সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সুপারিশ-পত্র, কাজের অভিজ্ঞতা যদি থাকে তবে তার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)
  • নিউজিল্যান্ডে পড়তে যাবার জন্য IELTS পরীক্ষায় অবশ্যই স্কোর ৬.০০ অথবা তার উপরে পেতে হবে। কোন কোন ভার্সিটিতে IELTS স্কোর ৫.৫০ গ্রহণ করে কিন্তু সেই সংখ্যা দিন দিন কমে আসছে।
  • অনলাইনে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চাইলে প্রথমে এই লিংকে ক্লিক করুন – Student Visa . এই লিংক থেকে Student Visa অপশনটি সিলেক্ট করতে হবে।
  • Student Visa থেকে ‘Create a RealMe login’ এ অ্যাকাউন্ট খুলে তারপর স্টুডেন্ট ভিসার জন্য আবেদন ফর্মটি সঠিক ভাবে পূরণ করতে হবে।
  • এছাড়াও যদি নিউজিল্যান্ডের কোন ভার্সিটি অথবা কলেজ থেকে স্কলারশিপ পাওয়া যায় অথবা স্কলারশিপ ছাড়াই পড়তে যাবার জন্য নিদিষ্ট ভার্সিটি অথবা কলেজের মাধ্যমেও স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com