মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

নিউ জার্সিতে সৃষ্টি একাডেমির সাংস্কৃতিক উৎসব

  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে সাংস্কৃতিক উৎসব করেছে বাংলাদেশিদের নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান ‘সৃষ্টি একাডেমি অফ পারফর্মিং আর্টস’।

শনিবার নিউ জার্সির অ্যাডওয়ার্ড ন্যাশ থিয়েটারে এ আয়োজন করেন তারা।

প্রধান অতিথি ছিলেন প্যাটারসন সিটির কাউন্সিলম্যান ফরিদউদ্দিন।

অনুষ্ঠান পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন সৃষ্টি একাডেমির প্রতিষ্ঠাতা নৃত্যশিল্পী সুবর্ণা খান, সহযোগিতায় ছিলেন শামসুল সাদি ও আফজাল খান।

উৎসবের নানা আয়োজনের মধ্যে ছিল শাস্ত্রীয় ও আধুনিক নৃত্যশৈলীর সমন্বয়ে পরিবেশিত বিভিন্ন নৃত্য, স্কটিশ সুরের প্রভাবে লেখা রবীন্দ্রসংগীতের উপর নৃত্যালেখ্য ‘আলোয় ভুবন ভরা’, শিশু-কিশোরদের সম্মিলিত সংগীত, চিত্রকলা প্রদর্শনী, নিউ জার্সির বাংলাব্যান্ড ‘জার্সি ওয়েভস’র গান এবং জাভেদ মাহমুদ শিপলুর রচনা ও পরিচালনায় রম্য নাটিকা ‘কেরামত মিয়ার কেরামতি’।

সুবর্ণা খান বলেন, “করোনাভাইরাস মহামারীতে আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি। সেই কষ্ট আর অসহনীয় যন্ত্রণাবোধ থেকে কমিউনিটিকে আবারো স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবাইকে নিয়ে আনন্দ করাই ছিল সৃষ্টি একাডেমির লক্ষ্য।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com