সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

নারী দিবসে নারীদের নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট

  • আপডেট সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫

ককপিট ও কেবিন ক্রু—সবাই ছিলেন নারী। শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাত নারীর নেতৃত্বে বিশেষ ফ্লাইট চালিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

রাষ্টায়ত্ব সংস্থাটি জানিয়েছে, নারীর সমতা, ক্ষমতায়ন এবং সম্মানের প্রতি একাত্মতা প্রদর্শন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট পরিচালিত করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, এই ফ্লাইটের ককপিট ও কেবিন ক্রু—সবাই নারী।

ফ্লাইট ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভা পরিচালনা করবেন। বিশেষ ফ্লাইট বেলা ১১টা ২০ মিনিটে অপারেট করা হয়। বিমানের ঢাকা-ব্যাংকক-ঢাকা বিজি ৩৮৮ ফ্লাইটে দুজন নারী ককপিট ক্রু ছাড়াও ছিলেন৫ জন নারী কেবিন ক্রু।

জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে নারীদের সমতা, ক্ষমতায়ন এবং নারীদের প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি একাত্মতা প্রদর্শনপূর্বক শনিবার  বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com