প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক ফ্লাইট কেবল নারী ক্রুদের দিয়ে পরিচালনার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে ছেড়ে যায় বলে বিমানের ফেইসবুক পেইজে জানানো হয়েছে।
ওই পোস্টে জানানো হয়, দুপুর আড়াইটায় শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় বিজি-৩৪৯ ফ্লাইটটি, যাতে পাইলট থেকে শুরু করে গ্রাউন্ড স্টাফ- সবাই নারী। পাইলট হিসেবে ছিলেন বিমানের জ্যেষ্ঠ নারী পাইলট ক্যাপ্টেন আলিয়া মান্নান ও ফার্স্ট অফিসার ফারিহা তাবাসসুম।
বিমান বাংলাদেশ জানিয়েছে, রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটিতে আছেন ১৫ জন নারী পাইলট। এছাড়া ৩৪৫ জন প্রশিক্ষিত ও দক্ষ নারী কেবিন ক্রু আছেন।
এর বাইরে গ্রাউন্ড স্টাফ, নারী প্রকৌশলী, নারী প্রকৌশল ইন্সট্রাক্টরসহ বিমান বাংলাদেশের সব শাখায় নারী কর্মী আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানে পাঁচশর বেশি নারী সহকর্মী আছেন। এটা আমাদের জন্য অহংকারের ব্যাপার। আমাদের নারীদের যে সামর্থ্য আছে, তারাও যে পারেন- সেটি অন্যদেরও জানানোর জন্যই এই উদ্যোগ।
“আমরা মনে করি, এতে করে ভবিষ্যতে আরও নারী এই পেশায় আসতে আগ্রহী হবেন।”