বর্ণি হাওর। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নে এই হাওরের অবস্থান। সিলেট শহর থেকে ২৩ কিলোমিটার দূরত্বের এই হাওরে যেতে সময় লাগে ৩০ মিনিট। বর্ণি হাওরের পাশে রয়েছে মূরারগাঁও, ফুড়ার পার ও বর্ণি গ্রাম। সুবিশাল এই হাওরে পাওয়া যায় নানা প্রজাতির দেশীয় মাছ। নৌকায় চলাচল করে হাওরপারের মানুষজন। চলতি পথে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়ক লাগোয়া এই হাওরের সৌন্দর্য নজর কাড়ে। বর্ষায় হাওরের বুকে ঢলের পানির ঠাঁই হয়। অদূরে মেঘালয় পাহাড়ের দেখা মেলে এই হাওর থেকে। আকাশের মেঘ আর পাহাড়ের সবুজ রং পানিতে মিশে বর্ণিল রূপ ধারণ করে ‘বর্ণি হাওর’। বর্ষায় বর্ণি হাওরের রূপ উপভোগ করতে চাইলে যেকোনো যানবাহনে সিলেট থেকে সরাসরি যেতে পারেন বর্ণি হাওরপাড়ে। ছবিতে বর্ণিল ‘বর্ণি হাওর’।