ঢাকার অদূরে চায়ের রাজ্য সিলেটে গড়ে উঠেছে আরেকটি নান্দনিক রিসোর্ট- দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট। ঢাকা থেকে ১৭৩ কিলোমিটার দূরে হবিগঞ্জের পুটিজুরী, বাহুবল এলাকায় আঞ্চলিক এবং আধুনিকতার মিশ্রণে গড়ে উঠেছে এই রিসোর্টটি।
সিলেটের রিসোর্ট বলতেই চোখের সামনে যা ভেসে ওঠে, ঠিক তেমনটাই দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট। সবুজে ঘেরা পরিবেশের মাঝে এক টুকরো আধুনিকতার ছোঁয়া। টাওয়ার বিল্ডিং থেকে ভিলা, দুই ধরণের রুমেই থাকার ব্যবস্থা আছে এখানে। পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারেন যেকোনো একটি।
এছাড়া বিনোদনের জন্য আরও রয়েছে সাইক্লিং, ট্রেকিং, বোটিং, ফিশিং, সিনেমা জোন এবং খেলাধুলার জন্য রয়েছে আলাদা জায়গা।
এবার আসা যাক খাওয়া দাওয়ায়। দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টটিতে রয়েছে আলাদা কয়েকটি রেস্তোরা যেগুলো পরিবেশন করে ভিন্ন ধরণের খাবার। তাই আপনি যাই খেতে চান না কেন, সবই পেয়ে যাবেন রিসোর্টটির রেস্তরাঁগুলোতে।
ফিটনেস এর জন্য রয়েছে জিম, বিশালাকার পুল, টার্কিশ বাথ এবং স্পা সার্ভিস! ফলে শহরের জঞ্জাল ভুলে থাকতে যা যা প্রয়োজন, সবই পাচ্ছেন একই স্থানে।
এছাড়াও দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে রয়েছে বিভিন্ন কর্পোরেট মিটিং এবং ইভেন্টস আয়োজনের সুব্যবস্থা। সাথে রয়েছে পার্কিং এবং ড্রাইভারদের থাকার ব্যবস্থা।