পবিত্র রমজান ইসলাম ধর্মের মর্যাদাপূর্ণ মাসের একটি। মহান রবের নৈকট্য লাভের প্রচেষ্টায় পুরো মাস রোজা রাখেন মুসলিমরা। রোজা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার ও শারীরিক চাহিদা পূরণ থেকে বিরত থাকেন তাঁরা। তা ছাড়া পবিত্র এ মাসে ঝগড়া-বিবাদ, অনর্থক কাজকর্মসহ সব ধরনের অপ্রয়োজনীয় কাজ থেকে বেঁচে থাকতে উৎসাহিত করা হয়েছে। প্রাপ্তবয়স্ক সুস্থ, সবল, মুকিম মুসলিম পুরুষ ও নারীর ওপর রমজানের রোজা রাখা ফরজ।
পবিত্র মসজিদুল হারামে রমজানের প্রথম তারাবি পড়ছেন মুসল্লিরা। ছবি : টুইটার
রমজান মাসে মহান আল্লাহ মহানবী মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। এ মাসে রয়েছে মহিমান্বিত শবে কদর। হাদিসের ভাষ্যমতে এ মাসের প্রতিদিন অসংখ্য মানুষকে ক্ষমা করা হয়। তাই রোজার পাশাপাশি কোরআন তিলাওয়াত, নামাজ, জিকিরসহ অন্যান্য ইবাদতে সময় কাটান সারা বিশ্বের মুসলিমরা। এ মাসের শেষে রয়েছে ইসলামের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সেদিন সারা বিশ্বের মুসলিমরা আনন্দ উদযাপন করেন।
পবিত্র মসজিদুল হারামে রমজানের প্রথম জুমার নামাজ পড়েন মুসল্লিরা। ছবি : টুইটার
পবিত্র মসজিদুল আকসায় রমজানের প্রথম জুমার নামাজ পড়ছেন নারী মুসল্লিরা। ছবি : টুইটার
তারাবির নামাজ পড়ছেন নারী মুসল্লিরা। ইসতিকলাল মসজিদ, জাকার্তা ইন্দোনেশিয়া। ছবি : এপিতারাবির নামাজ পড়ছেন ফিলিস্তিনি মুসল্লিরা। আল আবদি মসজিদ, রাফাহ গাজা। ছবি : আনাদোলু এজেন্সিপবিত্র কোরআন পড়ছেন বৃদ্ধ মুসলিমরা। গ্র্যান্ড মসজিদ, সানা, ইয়েমেন। ছবি : রয়টার্সতারাবির নামাজ পড়ছেন কিয়েভের মুসলিমরা। আর রহমান মসজিদ, কিয়েভ, ইউক্রেন। ছবি : আনাদোলু এজেন্সিরমজানের প্রস্তুতিতে মসজিদুল আকসা প্রাঙ্গণের েএক অংশ পরিষ্কার করছে এক শিশু। জেরুজালেম, ফিলিস্তিন। ছবি : রয়টার্স শেখ জায়েদ সোলো গ্র্যান্ড মসজিদ, সোলো সিটি ইন্দোনেশিয়া। ছবি : দি গার্ডিয়ান
রমজানের চাঁদ দেখার উৎসবে ফিলিস্তিনের মুসলিমরা। রামাল্লা, পশ্চিম তীর ফিলিস্তিন। ছবি : আনাদোলু এজেন্সিরমজান ফানুস হাতে দাঁড়িয়ে এক শিশু। মসুল, ইরাক। ছবি : আনাদোলু এজেন্সি আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ প্রাঙ্গণে ইফতার করছেন দুই মুসলিম। ছবি : সংগৃহীত