শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

দুবাইগামী যাত্রীদের জন্য এমিরেটস এয়ারলাইন্স ঘোষণা দিলো মাই এমিরেটস পাসের

  • আপডেট সময় মঙ্গলবার, ২ মে, ২০২৩

এমিরেটস এয়ারলাইন্স চলতি গ্রীষ্মে ‘মাই এমিরেটস পাস’ চালুর ঘোষণা দিয়েছে। আজ ১ মে থেকে ৩০ সেপ্টেম্বর যেসব যাত্রী দুবাই বা ভায়া দুবাই ভ্রমণ করবেন, তারা মাই এমিরেটস পাসের সুবিধা পাবেন।

যাত্রীরা বোর্ডিং পাস এবং একটি বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে দুবাই ও সংযুক্ত আরব আমিরাতের শত শত রিটেইল, অবকাশ, ডাইনিং আউটলেটসহ বিখ্যাত আকর্ষণ ও বিলাসবহুল স্পাগুলোতে ডিসকাউন্ট পাবেন।

উল্লেখ্য, আগামী ২৯ জুলাই থেকে ৩ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে বৃহত্তম শপিং এবং বিনোদন উৎসব- দুবাই সামার সারপ্রাইজ। এই উৎসবে অন্তর্ভুক্ত থাকবে বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট, ফায়ার ওয়ার্কস, র্যাফল ড্রসহ বিভিন্ন আকর্ষণীয় ইভেন্ট।

মাই এমিরেটস পাস ব্যবহার করে এই উৎসবের বিভিন্ন ইভেন্টেও আকর্ষণীয় মূল্যছাড় সুবিধা থাকছে। আগ্রহী গ্রাহকরা বাংলাদেশে অবস্থিত এমিরেটস হলিডেজের মাধ্যমে দুবাই ভ্রমণের জন্য নিজের পছন্দনীয় প্যাকেজ বুক করতে পারেন।

দুবাই এক্সপেরিয়েন্স প্ল্যাটফর্ম ব্যবহার করে যাত্রীরা নিজেরাও তাদের ফ্লাইট, হোটেল, বিভিন্ন পর্যটন আকর্ষণ ভিজিট, রেস্টুরেন্ট এবং অবকাশ প্যাকেজ বুক করার সুবিধা নিয়ে অধিক সুবিধা লাভের সুযোগ পাবেন।

এমিরেটস বর্তমানে বিশ্বের ছয়টি মহাদেশের ১৩০টির অধিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা থেকে প্রতি সপ্তাহে এয়ারলাইনটির ২১টি ফ্লাইট চলাচল করছে।।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com