1. [email protected] : চলো যাই : cholojaai.net
দক্ষিণ কোরিয়া নেবে মৌসুমি কর্মী, বেতন ১ লাখ ৭০ হাজার
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়া নেবে মৌসুমি কর্মী, বেতন ১ লাখ ৭০ হাজার

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দক্ষিণ কোরিয়ার ওয়ানডো-গুন কর্তৃপক্ষ কর্তৃক সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার ল্যান্ড ফিশারি সেক্টর ও সি ফার্মিং কোম্পানিতে বাংলাদেশি মৌসুমি কর্মী (পুরুষ) নিয়োগ দেওয়া হবে। শুধু বরিশাল বিভাগের অধিবাসীরা আবেদন করতে পারবেন। বরিশাল বিভাগের আওতাধীন জেলাগুলোর অধিবাসী, যাঁরা সমুদ্রে মৎস আহরণের কাজে নিয়োজিত এবং মৎস্য অধিদপ্তরের তালিকাভুক্ত প্রকৃত মৎস্যজীবীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট ও ফিশারম্যান আইডি কার্ড থাকতে হবে।

প্রাথমিকভাবে কর্মীদের পাঁচ মাসের জন্য নিয়োগ দেওয়া হবে। দৈনিক আট ঘণ্টা কাজ করতে হবে। ওভারটাইমের সুযোগ রয়েছে। সাপ্তাহিক ছুটি এক দিন। মাসিক বেতন ১ লাখ ৭০ হাজার টাকা।

চাকরির শর্ত

প্রার্থীদের বৈধ পাসপোর্টধারী হতে হবে। ন্যূনতম এক বছর মেয়াদ থাকতে হবে। বয়স ২৫-৩৫ বছরের মধ্যে হতে হবে। ল্যান্ড ফিশারি সেক্টর ও সি ফার্মিং খাতে এক বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বরিশাল বিভাগের আওতাধীন জেলা, উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে ফিশারম্যান আইডি কার্ড থাকতে হবে।

সমুদ্রগামী জেলের তালিকাভুক্ত ফিশারম্যান আইডি কার্ডধারী কোরিয়ান/ ইংরেজি ভাষায় পারদর্শী ও ইপিএস পদ্ধতিতে রোস্টারভুক্ত বা রোস্টার হতে ডিলিট করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগ কর্তার চাহিদা মোতাবেক কর্মকাল সম্পন্ন করে নির্ধারিত সময় দেশে ফেরত আসতে হবে। প্রত্যাগত মৌসুমি কর্মী বোয়েসেলের মাধ্যমে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন এবং ২য় ও ৩য় বারে ভিসা ক্যাটাগরি পরিবর্তন করার সুযোগ থাকবে।

কালার ব্লাইন্ডনেস বা রং বোঝার সক্ষমতার সমস্যামুক্ত হতে হবে। মাদকাসক্ত বা সিফিলিস শনাক্ত ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবেন। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তিপ্রাপ্ত ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবেন। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীরা অযোগ্য, দেশত্যাগে নিষেধাজ্ঞা আছে, এমন ব্যক্তিরা আবেদনে অযোগ্য, দক্ষিণ কোরিয়ায় যাওয়া-আসার বিমানভাড়াসহ নির্ধারিত ব্যয় কর্মীর নিজেকে বহন করতে হবে এবং অন্যান্য সুযোগ–সুবিধা কোরিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের বোয়েসেল অফিসে ৩ মার্চ বেলা ১১টার মধ্যে জীবনবৃত্তান্ত, মূল পাসপোর্ট ও পাসপোর্টের কপি, ফিশারম্যান আইডি কার্ড এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ (ব্যাকগ্রাউন্ড সাদা) উপস্থিত থাকতে হবে। ফিশারম্যান আইডি কার্ড অবশ্যই মৎস্য অধিদপ্তরের ডাটাবেজে অন্তর্ভুক্ত হতে হবে। আবেদনকারীর ফিশারম্যান আইডি কার্ড মৎস্য অধিদপ্তরের http://fisherid.fisheries.gov.bd/ ওয়েবসাইটে যাচাই করে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।

বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য ব্যয়

নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সার্ভিস চার্জ, প্রশিক্ষণ ফি, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের ওপর ১৫ শতাংশ ভ্যাট, ভিসা ফি, কল্যাণ ফি, বিমাসহ সমুদয় ব্যয় ও ফেরতযোগ্য জামানত প্রার্থীকে বহন করতে হবে। এ ছাড়া প্রার্থীকে দক্ষিণ কোরিয়ায় কর্ম সম্পন্ন করে দেশে ফেরত আসবে মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নির্বাচিত প্রার্থীর অভিভাবক ও সুপারিশকারীকে স্বাক্ষর করতে হবে। চূড়ান্ত নির্বাচনপ্রক্রিয়া সম্পন্ন হলে প্রয়োজনীয় কাগজপত্র, নির্ধারিত সার্ভিস চার্জ ও অন্যান্য ব্যয়ের পে-অর্ডার বোয়েসেলে জমা দিতে হবে।

বিশেষ দ্রষ্টব্য

অনলাইনে আবেদন চাকরির সাক্ষাৎ ও চূড়ান্ত নির্বাচনের নিশ্চয়তা বহন করবে না। চাকরির জন্য উপরোক্ত শর্ত পূরণ করে চূড়ান্তভাবে নির্বাচিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত না হওয়ায় পর্যন্ত বোয়েসেলকে কোনো সার্ভিস চার্জ বা ফি দিতে হয় না। নির্ধারিত চার্জ বা ফি ব্যাংক কর্তৃক পে-অর্ডারের মাধ্যমে প্রদান করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com