থিম পার্কে বিনিয়োগ দ্বিগুণ করতে যাচ্ছে ডিজনি। ১০ বছরের মধ্যে এ খাতে ৬ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। প্রতিবন্ধকতাপূর্ণ অন্যান্য পরিষেবা খাতের সময়ে থিম পার্কের দিকে মনোযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
ডিজনি সম্প্রতি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারে থিম পার্ক ও ক্রুজলাইনের ব্যবসা সম্প্রসারণ করা হবে। ভবিষ্যতে উন্নয়নের জন্য হাতে এক হাজার একর জমি রয়েছে। যেসব পার্কে পর্যাপ্ত জমি নেই, সেখানকার মানোন্নয়নেও নেয়া হয়েছে পরিকল্পনা। আনাহেইম ও ক্যালিফোর্নিয়ার মতো জায়গাগুলোয় ‘ডিজনিল্যান্ড ফরোয়ার্ড’ প্রকল্প হাতে নেয়া হয়েছে। দর্শক আকর্ষণের জন্য যুক্ত করা হবে নতুন সব অভিজ্ঞতা।
ডিজনির থিম পার্কগুলোর অন্যতম আকর্ষণ ক্রুজ। এর আগে প্রতিষ্ঠানটি ক্রুজ শিপ সম্প্রসারণের ঘোষণা দিয়েছিল। স্ট্রিমিং ব্যবসার মন্দার সময়ে থিম পার্ক ডিজনির জন্য লাভজনক প্রমাণিত হয়েছে। বিভাগটি থেকে মোটা অংকের আয় পায় প্রতিষ্ঠানটি।
তবে থিম পার্কে টিকিটের উচ্চমূল্য দর্শকের সংখ্যায় প্রভাব ফেলবে। ডিজনি দুই বছরের মধ্যে বেশকিছু ক্ষেত্রে টিকিটের দাম বাড়াবে।