1. [email protected] : চলো যাই : cholojaai.net
থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা

  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
থাইল্যান্ড ভ্রমণের জন্য ট্যুরিস্ট ভিসা করতে হলে নিচের সকল প্রয়োজনীয় কাগজপত্র ও শর্তাবলী পূরণ করতে হবে
আবেদন সংক্রান্ত:
পূর্ণাঙ্গভাবে পূরণকৃত এবং স্বাক্ষর করা ভিসার আবেদন ফর্ম
পাসপোর্ট (থাইল্যান্ডে ভ্রমণের জন্য কমপক্ষে ৬ মাসের মেয়াদ থাকতে হবে। মাল্টিপল এন্ট্রি ভিসার (METV) ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে অন্তত ১৮ মাস।)
পাসপোর্টে অন্তত ২টি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে যাতে ইমিগ্রেশন সিল দেওয়া যায়
পাসপোর্টের তথ্যপাতা, শেষ থাই ভিসা পৃষ্ঠা ও নবায়নের পৃষ্ঠার এক সেট ফটোকপি
সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (৩.৫ x ৪.৫ সেমি), সর্বশেষ ৬ মাসের মধ্যে তোলা
আর্থিক যোগ্যতার প্রমাণ:
প্রথম আবেদনকারীর স্পন্সরশিপ সংক্রান্ত নথিপত্র, যেমন:
স্পন্সরশিপ লেটার
ব্যাংক স্টেটমেন্ট (শেষ ৬ মাসের)
ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
বিবাহ সনদপত্র এবং/অথবা সম্পর্ক প্রমাণপত্র
আর্থিকভাবে যথাযথভাবে সক্ষমতার প্রমাণ:
প্রতি ব্যক্তির জন্য কমপক্ষে ২০,০০০ থাই বাথ বা ৬০,০০০ টাকা
পরিবার হিসেবে ৪০,০০০ থাই বাথ বা ১,২০,০০০ টাকা
কেবল মূল ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট গ্রহণযোগ্য
যদি আবেদনকারী কোন প্রতিষ্ঠানের স্পন্সরে থাকেন, তাহলে সেই প্রতিষ্ঠানের ব্যাংক স্টেটমেন্টের সাথে ট্রেড লাইসেন্স সংযুক্ত করতে হবে
মাল্টিপল এন্ট্রি ভিসা (METV)-এর ক্ষেত্রে:
ব্যক্তি প্রতি ৫,০০,০০০ টাকা এবং পরিবার প্রতি ১০,০০,০০০ টাকা অর্থের প্রমাণসহ ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি প্রয়োজন
ভ্রমণের প্রমাণপত্র:
থাইল্যান্ড ত্যাগ করবেন এমন প্রমাণ, যেমন:
রিটার্ন এয়ার টিকিট
অথবা তৃতীয় দেশে ভ্রমণের প্রমাণপত্র
চাকরি/পেশাগত ও শিক্ষাগত নথিপত্র:
আবেদনকারীর ভিসার অনুরোধপত্র
যদি চাকরিজীবী হন:
অফিসের নো অবজেকশন সার্টিফিকেট (NOC)
যদি ডাক্তার হন:
BMDC সনদ বা হাসপাতালের সুপারিশপত্র
যদি আইনজীবী হন:
বার কাউন্সিল সনদ বা ল ফার্মের সুপারিশপত্র
যদি শিক্ষার্থী হন:
স্কুল/বিশ্ববিদ্যালয়ের সুপারিশপত্র, স্টুডেন্ট আইডি কার্ড, বা ভর্তির প্রমাণপত্র
ব্যবসা সংক্রান্ত প্রমাণপত্র:
ট্রেড লাইসেন্স (মূল কপি, ইংরেজিতে নোটারাইজড অনুবাদ এবং মূল লাইসেন্সের ফটোকপি)
যদি লিমিটেড কোম্পানি হয় এবং আবেদনকারীর নাম ট্রেড লাইসেন্সে না থাকে, তাহলে মেমোরেন্ডাম অব আর্টিকেল সংযুক্ত করতে হবে
দাম্পত্য সম্পর্কের প্রমাণ:
বিবাহ সনদপত্র (যদি পাসপোর্টে স্বামীর/স্ত্রীর নাম না থাকে এবং সনদটি বাংলায় হয়, তবে ইংরেজিতে নোটারাইজড অনুবাদ ও মূল কপির ফটোকপি প্রয়োজন)
এই সকল কাগজপত্র ও তথ্য সঠিকভাবে প্রস্তুত করলে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে। প্রয়োজনে থাই দূতাবাস বা ভিসা প্রসেসিং সেন্টার থেকে সর্বশেষ আপডেট জেনে নিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com