থাইল্যান্ড টুরিস্ট ভিসার জন্য আপনার প্রয়োজনঃ
কমপক্ষে ছয় মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট, যদি সাথে পুরানো পাসপোর্ট থাকে সেগুলিও জমা দিতে হবে।
৩৫×৪৫ সাইজের ছবি, ছবি অবশ্যই ম্যাট পেপারে প্রিন্ট হতে হবে।
কমপক্ষে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন, ব্যাঙ্ক স্টেটমেন্টে প্রতি মাসে ভালো লেনদেন থাকতে হবে, যদি কোনো মাসে লেনদেন না থাকে তাহলে পিছনে অতিরিক্ত মাসের লেনদেন দিতে হবে এবং একই তারিখে ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট নিতে হবে, অবশ্যই ব্যাংক এর সীল, স্বাক্ষর এবং প্রিন্টেড ফোন নম্বর থাকতে হবে।
চাকুরীজীবি হলে লাগবেঃ
১.চাকুরীদাতা কতৃপক্ষ হতে বিদেশ যাওয়ার পারমিশন বা অনুমতি পত্র ইংরেজিতে।
২.চাকুরীদাতা কর্তৃপক্ষ হতে ইংরেজিতে সেলারি সার্টিফিকেট, অবশ্যই কর্তৃপক্ষের সীল,স্বাক্ষর এবং ফোন নম্বর প্রিন্টেড হতে হবে।
৩. চাকুরীদাতা কর্তৃপক্ষ থেকে ফটো আই ডি নিতে হবে।
*** যাহারা পূর্বে চাকুরি করতেন কিন্তু বর্তমানে অবসরপ্রাপ্ত তাহারা শুধু মাত্র রিটায়ারমেন্ট এর ডকুমেন্টস জমা দেবেন।
ব্যবসায়ী হলে লাগবেঃ
১. Trade License কপি নোটারি করা, যদি বাংলায় থাকে তাহলে ইংরেজিতে অনুবাদ করে নোটারী করতে হবে।
২. Cover Letter on Business Pad(ইংরেজিতে অবশ্যই আধুনিক ডিজাইনের হতে হবে)।
৩. Visiting card(ইংরেজিতে অবশ্যই আধুনিক ডিজাইনের হতে হবে)।
*** যাহারা পূর্বে ব্যবসা করতেন কিন্তু বর্তমানে অবসরপ্রাপ্ত তাহারা পূর্বের নোটারি করা Trade License কপি সাথে পূর্বের ভিজিটিং কার্ড জমা দিবেন ।
স্টুডেন্ট হলে লাগবেঃ
১. স্টুডেন্ট কার্ড কপি নোটারি করা, যদি বাংলায় থাকে তাহলে ইংরেজিতে অনুবাদ করে নোটারী করতে হবে।
২. মা বা বাবার NID কার্ড কপি নোটারি করা, যদি বাংলায় থাকে তাহলে ইংরেজিতে অনুবাদ করে নোটারী করতে হবে।
যাদের পাসপোর্ট পূর্বে জমা দিয়েছিলেন কিন্তু যেকোনো কারণে এম্বেসী BL বা VL দিয়েছেন ভিসা পাননি, তাঁদেরকেও সহযোগিতা করা হয়।
*ভিসা খরচ মোট টাকা:৫,৫০০/- প্রতি জন, থাই এম্বাসি ফিসহ, তবে ০১ সেপ্টেম্বর ২০২৩ থেকে ভিসা খরচ ৩০০ টাকা বাড়বে।
* ভিসা জমা দেয়ার পর ৫-৭ দিন লাগবে ভিসা পেতে।
Like this:
Like Loading...