গত ৯ অক্টোবর প্রয়াত হয়েছেন টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা। তারপর থেকেই খবরের শিরোনামে কার কার হাতে যাচ্ছে রতন টাটার সম্পত্তি। রতন টাটা তাঁর ব্যক্তিগত সম্পদ তাঁর নিকট আত্মীয়দের মধ্যে বণ্টন করবেন। তার মধ্যে রয়েছেন তাঁর ভাই জিমি টাটা এবং সৎ-বোন শিরীন ও ডিয়ানা জেজীবয়। পরিবারের পাশাপাশি, টাটার উত্তরাধিকার তাঁর ঘনিষ্ঠদের প্রতি গভীর যত্নের প্রতিফলন।
তাঁর দীর্ঘদিনের রান্নার কর্মী রাজেন শ’কে তাঁর জার্মান শেফার্ড কুকুর টিটোর যত্ন নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। টাটার বাটলার সুব্বিয়াহ, যিনি ৩০ বছরের বেশি সময় ধরে তাঁর সেবা করেছেন, তাঁকেও তাঁর পরবর্তী জীবনে আর্থিক সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। নিজের উইলে রতন টাটা তাঁর প্রিয় কুকুর টিটোর জন্য যত্ন নেওয়ার কথা জানিয়েছেন। তাঁর দীর্ঘদিনের রান্নার কর্মী রাজেন শ’কে কুকুরটির যত্ন নেওয়ার একমাত্র দায়িত্ব প্রদান করেছেন।
প্রায় ছয় বছর আগে টাটা টিটোকে দত্তক নিয়েছিলেন তাঁর আগের কুকুরের মৃত্যুর পর। তিনি পথের কুকুরের যত্ন ও অবহেলিত পোষ্যের জন্য বাড়ি খুঁজে বের করার প্রচেষ্টায় বিশেষভাবে পরিচিত ছিলেন। রতন টাটা তাঁর কর্মীদের প্রতি অসাধারণ যত্ন ও উদারতার জন্য পরিচিত।
তাঁর রান্নার কর্মী রাজেনের সঙ্গে তাঁর সম্পর্ক একটা বড় উদাহরণ। রতন টাটা বরাবর রাজেনকে স্নেহ করে এসেছেন। শুধু রাজেন নয় নিজের সমস্ত কর্মীদের প্রতি যত্ন নিয়ে এসেছেন রতন টাটা।