শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন

ঢাকা থেকে সরাসরি পিরামিডের দেশে ফ্লাইট শুরু ১৪ মে

  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩

মিশরের কায়রো থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে দেশটির সরকারি মালিকানাধীন এয়ারলাইন্স প্রতিষ্ঠান ইজিপ্ট এয়ার।

সম্প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি পায় তারা।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে ইজিপ্ট এয়ার। তারা জানায়, আগামী ১৪ মে এ রুটে প্রথম ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হয়েছে।

বেবিচক সূত্রে জানা গেছে, ২০২১ সালে ইজিপ্ট এয়ার মৌখিকভাবে বেবিচকের কাছে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা ব্যক্ত করে। তবে তারা আনুষ্ঠানিকভাবে আবেদন করেনি। পরে ২০২২ সালের আগস্টে ঢাকা-কায়রো রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করে তারা।

বেবিচকের কাছে জমা দেওয়া আবেদনপত্রে এয়ারলাইন্সটি উল্লেখ করে, ঢাকা ও কায়রোর মধ্যে ইজিপ্ট এয়ারের সরাসরি ফ্লাইট শুরুর মাধ্যমে বাংলাদেশিরা মিশরসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন। এছাড়াও বাংলাদেশের শিক্ষার্থীরা মিশরের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা নেওয়ার সুযোগ পাবেন। পর্যটকরা মিশরের বহুমুখী পর্যটনের সুবিধা ভোগ করবেন। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন এবং ভবিষ্যতে সপ্তাহে সাত দিন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের। ওই আবেদন পর্যালোচনার পর চলতি মাসে অনুমতি পেয়েছে তারা।

ইজিপ্ট এয়ার জানায়, সপ্তাহের রোববার ও বুধবার বোয়িং ৭৮৭-৯এস বিমান দিয়ে ফ্লাইট পরিচালনা করবে তারা। বাংলাদেশিদের যাত্রা সহজ করতে মিশরের সরকার বাংলাদেশিদের জন্য শর্তসাপেক্ষে অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা করেছে। বাংলাদেশের কোনো যাত্রীর যদি অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইউরোপের সেনজেন ভিসা থাকে তাহলে তারা খুব সহজে অন-অ্যারাইভাল ভিসার জন্য আবেদন করে ভিসা নিতে পারবেন। যাদের এসব দেশের ভিসা নেই তাদের বাংলাদেশে অবস্থিত মিশরের দূতাবাস থেকে ভিসা নিতে হবে।

ইজিপ্ট এয়ার বর্তমানে ৬৯টি আধুনিক উড়োজাহাজের একটি বহর নিয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং যুক্তরাষ্ট্রসহ ৮০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com