চীনের গুয়াংজু রুটে পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার বিমান কর্মকর্তারা জানান, কোভিড এর কারণে প্রায় ১ বছর বন্ধ থাকার পর পুনরায় এ রুটে চালু করা হচ্ছে বিমানের সরাসরি ফ্লাইট।
তারা বলেন, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ঢাকা চীনের গুয়াংজু রুটে পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। এদিন রাত ১০টা ২০মিনিটে বিমানের ফ্লাইট বিজি৩৬৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গুয়াংজুর উদ্দেশে যাত্রা করবে। এ উপলক্ষে ইতোমধ্যে বিশেষ ছাড়ে এ রুটের টিকেট বিক্রি শুরু হয়েছে।
এ ব্যপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এমডি (সিইও) মো. শফিউল আজিম সমকালকে জানান, যাত্রী সাধারণের সুবিধার্থে ঢাকা-গুয়াংজু রুটে আবারও চালু করা হচ্ছে বিমানের সরাসরি ফ্লাইট।
সংশ্লিষ্ট বিমান কর্মকর্তারা জানান, ঢাকা-গুয়াংজু রুটে ইকোনমি ক্লাসের একমুখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ৩০ হাজার ৬৭০ টাকা থেকে শুরু এবং রিটার্ন টিকেটের সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৫০ হাজার ৫৩৯ টাকা।
অন্যদিকে গুয়াংজু-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে একমুখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে জনপ্রতি ২৪ হাজার ১৫৭ টাকা থেকে এবং রিটার্ন টিকিটের সর্বনিম্ন মূল্য শুরু হবে ৪৮ হাজার ৯১১ টাকা। এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমানের এ বিশেষ ছাড় চালু থাকবে।
কর্মকর্তারা আরও জানান, ঢাকা থেকে সপ্তাহে প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে বিমানের ফ্লাইট গুয়াংজুর উদ্দেশে যাত্রা করে গুয়াংজু পৌঁছাবে পরবর্তী দিন ভোর ৪টায়। গুয়াংজু থেকে সপ্তাহে প্রতি শুক্রবার, সোমবার ও বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ৩০মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সকাল ৭টা ২০ মিনিটে।