হংকংয়ের একটি এয়ারলাইন্সের নাম ড্রাগন এয়ার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এই এয়ারলাইন্সের বিমান হংকংয়ের উদ্দেশ্য ছেড়ে যায়। ১৯৮৫ সালে এই এয়ারলাইন্সটি প্রতিষ্ঠা লাভ করে। ড্রাগন এয়ার বিভিন্ন দেশের ৩৭ টি রুটে চলাচল করে।
ঠিকানা ও যোগাযোগ
ঢাকা অফিস
গ্লোবাল এভিয়েশন সার্ভিস লি:মি: (জেএসএ), ২-৩/এফ, বালিয়ারি, প্লট # ৩০, সড়ক # ১৩০, গুলশান-১, ঢাকা-১২১২।
ফোন: +৮৮-০২-৮৮১৮৭৮২
ইমেইল: [email protected]
ওয়েব: www.dragonair.com
চট্টগ্রাম অফিস
গ্লোবাল এভিয়েশন সার্ভিস লি:মি: আইয়ুব ট্রেড সেন্টার, ৫/এফ, ১২৬৯/বি, শেখ মুজিব রোড, আগ্রাবাদ সি/এ, চট্টগ্রাম-৪১০০।
ফোন: +৮৮-০৩১-২৫১৩৭৪৬
ওয়েব: www.dragonair.com
যে সব রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে
হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যে সব দেশে ফ্লাইট বুকিং দেওয়া যায়
দেশ | বিমানবন্দর/স্থান |
বাংলাদেশ | ঢাকা |
ভারত | দিল্লী |
নেদারল্যান্ড | আমস্টারডাম |
নেপাল | কাঠমন্ডু |
সংযুক্ত আরব আমিরাত | দুবাই |
ভারত | গয়া |
সৌদি আরব | আবা |
থাইল্যান্ড | ব্যাংকক |
জর্ডান | আম্মান |
ভারত | হায়দ্রাবাদ |
জার্মানী | বার্লিন |
ভিয়েতনাম | হ্যানয় |
জাপান | হিরোশিমা |
চীন | বেইজিং |
চীন | চ্যাংসা |
চীন | দালিয়ান |
উপরের বিমান বন্দর ছাড়াও আরও অনেক বিমান বন্দরে এই এয়ারলাইন্সের বিমান চলাচল করে।
বুকিং পদ্ধতি
ড্রাগন এয়ার এয়ারলাইন্সের টিকিট দুইভাবে সংগ্রহ করা যায়। সরাসরি ও অনলাইনের মাধ্যমে।
অনলাইন টিকিট সংগ্রহের পদ্ধতি
অনলাইনে টিকিট সংগ্রহের ক্ষেত্রে গ্রাহককে ওয়েব সাইডে গিয়ে রেজি: করতে হয়। রেজি: করার পর নির্দিষ্ট ফরম সঠিক করে পূরণ করতে হয়। ফরম পূরনের পর নির্দিষ্ট টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। টাকা কিভাবে দিতে হবে ওয়েব সাইডে তার নির্দেশনা দেওয়া রয়েছে।
সুবিধা সমূহ
যাত্রীর সঙ্গে বহনযোগ্য জিনিসপত্র
খোলা-বন্ধের সময়সূচী
বার | সময় সূচী |
শনিবার থেকে বৃহ:বার | সকাল ৮:০০ টা থেকে রাত ৮:০০ টা |