শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

ডিএস-১৬০ ভিসার আবেদনে নতুন নির্দেশনা

  • আপডেট সময় শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
যুক্তরাষ্ট্রে আসার জন্য যারা নন-ইমিগ্র্যান্ট ক্যাটাগরির ভিসার আবেদন করবেন বা ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের ডিএস-১৬০ ফর্মের বারকোড নম্বর থাকতে হবে। বারকোড নম্বর না থাকলে তারা পিছিয়ে পড়তে পারেন বা যেদিন ইন্টারভিউ হওয়ার কথা, সেদিন ইন্টারভিউ নাও হতে পারে। বারকোড থাকলে কাজ দ্রুত ও সহজ হবে। সম্প্রতি ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ-সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে। সেখানে বলা হয়েছে, তারা ভিসা অ্যাপয়েন্টমেন্ট আরও বাড়াতে চাইছে। এ জন্য সকল নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের অনলাইনে তাদের প্রোফাইল আপডেট করার জন্য বলেছে। ১৫ ডিসেম্বর থেকে নতুন এই প্রক্রিয়া শুরু হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ভিসা অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা বাড়ানোর জন্য নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের তাদের ডিএস-১৬০ ভিসার আবেদন অনলাইনে পূরণ করে জমা দিতে হবে। ইন্টারভিউয়ের সাত দিন আগে www.ustraveldocs.com/bd/en-এ তাদের প্রোফাইল আপডেট করতে হবে। ইন্টারভিউয়ের তারিখের আগে সাত দিনের মধ্যে কেউ কিছু জমা দিলে তা গ্রহণ করা হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com