শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

ট্রেনে-বাসে নয়, প্রাইভেট প্লেনে করেই নাকি অফিস যান এই এলাকার মানুষ

  • আপডেট সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩

রাস্তায় সার দিয়ে গাড়ি দাঁড়ানোর ছবি তো প্রায়ই নজরে আসে। যে কোনও শহরেই এমন দৃশ্য খুবই সাধারণ। কিন্তু গাড়ি নয়, রাস্তায় লাইন দিয়ে বিমান দাঁড়িয়ে থাকতে দেখেছেন কখনও? না, হলিউড সিনেমার কোনও গল্প নয়। বাস্তবেই রয়েছে এমন দৃশ্যের নজির। অবাক হলেন নিশ্চয়ই? তবে শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যিই পৃথিবীতে রয়েছে এমন একটি জায়গার অস্তিত্ব।

এয়ারপোর্ট নয়, রাস্তার ধারে সার দিয়ে দাঁড়িয়ে আছে বিমান। তবে সেই বিমানগুলি কোনও সংস্থার নয়। স্থানীয় বাসিন্দাদের নিজস্ব মালিকানাধীন বিমানই দাঁড় করানো রয়েছে রাস্তাতে। শুনলে অবাক হবেন এমনই একটি গ্রাম আছে যেখানে প্রাইভেট গাড়ির মতো গ্রামবাসীদের রয়েছে নিজস্ব বিমান। অর্থাৎ গাড়িতে করে যেমন আপনি দৈনন্দিন অফিস-কাছারিতে যাতায়াত করেন, তেমনই সেই এলাকার বাসিন্দারা ফ্লাইটে করেই যান কর্মস্থলে।
ক্যালিফোর্নিয়ার ক্যামেরন এয়ারপার্ক হল সেই শহর যেখানকার বাসিন্দাদের রয়েছে নিজস্ব বিমান। ওই এলাকার মানুষজনের যাতায়াতের জন্য বাড়ির সামনে দাঁড় করানো থাকে একটি করে প্রাইভেট প্লেন। ক্যালিফোর্নিয়ার সেই জায়গাটি পুরোপুরি ব্যক্তিগত মালিকানাধীন। বাইরের মানুষের সেই জায়গায় বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ। ওখানকার কেউ বাইরের কাউকে আমন্ত্রণ করলে তবেই সেখানে প্রবেশ করা যাবে।

কিন্তু কেনই বা সেই জায়গায় এমন সব নিয়ম রয়েছে? আসলে সেখানকার সামগ্রিক ব্যবস্থার পিছনে রয়েছে বড় ইতিহাস। জানা গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকার বেশ কয়েক জায়গায় এয়ারফিল্ড তৈরি করা হয়েছিল। অপরিবর্তিত এয়ারফিল্ডগুলি দিয়েই পরে সেই জায়গাগুলিকে রেসিডেন্সিয়াল এয়ার পার্কে পরিণত করা হয়েছে। তার ফলেই ক্যামেরন এয়ারপার্ক নামের এই এলাকা তৈরি হয়। অবসরপ্রাপ্ত মিলিটারি পাইলটদের জন্যই তৈরি করা হয়েছে ওই এয়ারপার্ক। পরবর্তীকালে ধীরে ধীরে অনেকটাই বেড়ে গিয়েছে পাইলটদের সংখ্যা।

1963 সালে এই শহরটি তৈরি হয়। বর্তমানে সব মিলিয়ে 124 জন‌ বাসিন্দা ক্যামেরান এয়ারপার্কে থাকেন। মোটামুটি সকল বাসিন্দাদেরই কাছেই রয়েছেন বিমান ও হ্যাঙ্গার।‌ বিমান যাতে কোনও বাধা ছাড়াই উড়তে পারে এবং বাড়ির সামনে এসে নামতে পারে তাই সেখানে রাস্তাও রয়েছে 100 ফুট চওড়া। ক্যামেরন এয়ারপার্কের বিষয়ে টিকটক ভিডিয়োর মাধ্যমে ইন্টারনেটে মানুষ জানতে পারে। টিকটক ছাড়াও নিকসন ও তাঁদের সহযোগীদের ক্যামেরন এয়ারপার্ক নিয়ে একটি ইউটিউব ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com