বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

ট্রাম্পের জয়ে হতাশ মার্কিনরা ১ ডলারে বাড়ি পাবেন ইতালিতে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে অনেক মার্কিন নাগরিকই বেশ হতাশ হয়েছেন। এরইমধ্যে বহু মার্কিন নাগরিক দেশ ছাড়ার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন। তারা অন্য কোনো দেশে চলে যেতে চাচ্ছেন।

এদিকে, ট্রাম্পের জয়ে যেসব মার্কিন নাগরিক হতাশ হয়ে ইতালিতে পাড়ি দিতে চান তারা সেখানে নামমাত্র মূল্যে বাড়ি কেনার সুযোগ পাচ্ছেন।

ইতালির দ্বীপ সার্ডিনিয়ার একটি গ্রামের কর্তৃপক্ষ আগত হতাশ মার্কিন নাগরিকদের ১ ডলারে বাড়ি ক্রয়ের সুযোগ দিচ্ছে।

ইতালির আরও অনেক এলাকার মতো ওই দ্বীপের ওলোলাই গ্রামের কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বাইরের বাসিন্দাদের দিয়ে এখানে বসতি গড়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেশ কয়েক দশক ধরেই গ্রামটিতে লোকজনের বসতি কমছে। লোকজন না থাকায় জরাজীর্ণ হয়ে পড়ছে অনেক বাড়ি। এ অবস্থায় আকর্ষণীয় ওই উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর একটি ওয়েবসাইট খুলেছে। আর সেখানেই এ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জেতায় হতাশ মার্কিনদের জন্য শুধু এক ডলারে ওলোলাই গ্রামটিতে বাড়ি কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ভালো সাড়া পাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

ওয়েবসাইটে বলা হয়েছে, ‘বৈশ্বিক রাজনীতিতে আপনি কি ক্লান্ত-শ্রান্ত হয়ে পড়েছেন? নতুন নতুন সুযোগ-সুবিধা গ্রহণ করে আরও ভারসাম্যপূর্ণ জীবনযাপন বেছে নিতে চাইছেন।’

এতে আরও বলা হয়, ‘অত্যাশ্চর্য স্বর্গ সার্ডিনিয়ায় আসার মধ্য দিয়ে আপনার ইউরোপে পালানোর সময় এসেছে।’

মার্কিন গণমাধ্যম সিএনএনকে ইতালির ওই গ্রামের মেয়র ফ্রান্সিসকো কলাম্বু বলেছেন, যুক্তরাষ্ট্রে নির্বাচনের পর, বিশেষ করে (হতাশ) মার্কিনদের এখানে বসতি গড়ায় আকৃষ্ট করতে ওয়েবসাইটটি খোলা হয়েছে।

কলাম্বু আরও বলেন, তিনি মার্কিনদের ভালোবাসেন এবং মনে করেন, তার এ কমিউনিটিতে প্রাণ ফেরাতে তারাই হবেন সেরা মানুষ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে কানাডা, ইতালি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার দেশগুলোতে পাড়ি দেওয়ার বিষয়ে গুগল সার্চে লোকজনের আগ্রহ বেশি দেখা গেছে। যুক্তরাষ্ট্র ছাড়ার তালিকায় সবার আগে আছে হলিউড অভিনেত্রী শ্যারন স্টোনের নাম। তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে ইতালি চলে যেতে চাইছেন। সেখানে একটি বাড়ি আছে তার।

সূত্র : সিএনএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com