1. [email protected] : চলো যাই : cholojaai.net
ট্রাম্প প্রশাসনের নীতিতে যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি পর্যটক
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

ট্রাম্প প্রশাসনের নীতিতে যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি পর্যটক

  • আপডেট সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নানামুখী নীতির কারণে বিদেশি পর্যটকরা যুক্তরাষ্ট্রে আসতে নিরুৎসাহিত হচ্ছেন। এর ফলে দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে।

সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে বিদেশি ভ্রমণকারীর সংখ্যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ কমেছে। ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রায় প্রতিটি মাসেই বিদেশি পর্যটনে পতন লক্ষ্য করা যাচ্ছে। খবর আল জাজিরার।

ট্রাভেল রিসার্চ ফার্ম ট্যুরিজম ইকোনমিকস পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পর্যটক আগমন ৮ ধমিক ২ শতাংশ কমতে পারে। বিশেষ করে কানাডা থেকে আগমন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গত বছরের তুলনায় এক-চতুর্থাংশ কম কানাডিয়ান নাগরিক যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছেন।

অন্যদিকে, মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকা থেকে পর্যটন সামান্য বেড়েছে। তবে চীন থেকে আগমন প্রায় ১৪ শতাংশ এবং ভারত থেকে ৫.৫ শতাংশ কমেছে। চীনের ক্ষেত্রে বাণিজ্যযুদ্ধ ও ভিসা নিয়ে ট্রাম্পের বক্তব্য, আর ভারতের ক্ষেত্রে শুল্ক নীতি ও কূটনৈতিক টানাপোড়েন প্রভাব ফেলেছে।

এদিকে, ট্রাম্প প্রশাসন ১ অক্টোবর থেকে নতুন “ভিসা ইন্টেগ্রিটি ফি” চালু করতে যাচ্ছে। এতে মেক্সিকো, ভারত, ব্রাজিল, আর্জেন্টিনা ও চীনের মতো নন-ভিসা ওয়েভার দেশের নাগরিকদের ভিসা ফি বেড়ে দাঁড়াবে ৪৪২ ডলার—যা বিশ্বের সর্বোচ্চ পর্যটন ভিসা খরচের মধ্যে একটি।

বিশ্লেষকরা বলছেন, ভ্রমণ ব্যয় বেড়ে যাওয়া, রাজনৈতিক অনিশ্চয়তা এবং কূটনৈতিক টানাপোড়েন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক পর্যটন আকর্ষণ কমিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্র ট্রাভেল অ্যাসোসিয়েশনের মতে, এই অতিরিক্ত ফি পর্যটনের ওপর আরও নেতিবাচক প্রভাব ফেলবে।

বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হবে যেখানে বিদেশি পর্যটকদের ব্যয় কমবে—যা দেশটির বৈশ্বিক জনপ্রিয়তা হ্রাসের একটি স্পষ্ট ইঙ্গিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com