তুরস্কের সরকারী বিমান সংস্থার নাম টার্কিশ এয়ারলাইন্স। ২৫ মার্চ ২০১২ তারিখে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে ঢাকা-ইস্তাম্বুল সরাসরি বিমান চলাচল হয়। টার্কিশ এয়ার লাইন্স এই ফ্লাইটটি পরিচালনা করে। টার্কিশ এয়ারলাইন্স বিশ্বের ২০০ বেশী গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা ও ইস্তাম্বুলের মধ্যে এ বিমান যোগাযোগের ফলে উত্তর আমেরিকা ও ইউরোপে বসবাসকারী বাংলাদেশীরা উপকৃত হবেন।
ঠিকানা এবং অবস্থান
ঢাকায় অবস্থিত এরো মেট সার্ভিসেস টার্কিশ এয়ারলাইন্সের একমাত্র সেলস এজেন্ট হিসেবে কাজ করে।
টার্কিশ এয়ারলাইন্স সেলস অফিস
এরো মেট সার্ভিসেস |
উদয় টাওয়ার
গুলশান এভিনিউ, গুলশান ০১, ঢাকা ১২১২। |
টেলিফোন: +৮৮-০২-৯৮৯২৩৯৩, ফ্যাক্স: +৮৮-০২-৯৮৯৯৭৯৪
টেলেক্স: DAZTZTK, ইমেইল: [email protected] ওয়েব: www.turkishairlines.com
|
টার্কিশ এয়ারলাইন্স যেসমস্ত সেবা প্রদান করে থাকে
এয়ার টিকিট |
ফ্লাইট সিডিউল |
এয়ার ফেয়ারস |
রিজার্ভেশন |
অনলাইন বুকিং |
হলিডে প্যাকেজেস |
ট্রাভেল ডিলস অনলাইন |
হোটেল বুকিং |
গাড়ি/কার্গো বুকিং |
টিকিট বুকিং |
টিকিট ফেরৎ |
অগ্রীম বুকিংয়ের জন্য ৩০ দিন পূর্বে যোগাযোগ করতে হয়। টিকিট বুকিং দেয়ার সময় টিকিট মূল্যের ৪০% পরিশোধ করতে হয়। | টিকিট ফেরৎ দিতে ৮ দিন পূর্বে জানাতে হবে টিকিট ফেরত দেওয়ার সময় টিকিট মূল্যের ৩০% কেটে বাকী টাকা ফেরত দেওয়া হয়। |
ফ্লাইটের সময় পরিবর্তন |
ফ্লাইটের সময় পরিবর্তনের জন্য টিকিট মূল্যের ১০% কাটা যায়। |
ফ্লাইট বাতিল |
ফ্লাইট বিলম্ব |
ফ্লাইট বাতিল হলে কোম্পানী কোন ধরনের চার্জ দেয় না। কারন কোম্পানী নির্ধারিত সময়ের পূর্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। | ফ্লাইট বিলম্ব হলে কর্তৃপক্ষ তিনদিন পূর্বে অবগত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। |
পণ্য পরিবহনে শর্ত
একজন যাত্রী বিমানে ভ্রমনের সময় সঙ্গে সর্বোচ্চ ১০ কেজি ওজনের মালামাল বহন করতে পারে। অবৈধ বা রাষ্ট্র-বিরোধী কোন পন্য বহন করতে পারবেনা। এসকল অবৈধ পন্যের সাথে কোন যাত্রী বিমানে ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
শিশু, প্রতিবন্ধী এবং রোগী
মূল্য পরিশোধ পদ্ধতি
টিকিট ক্রয়ে নগদ টাকা পরিশোধ করতে হয়। পাশাপাশি এটিএম কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ডে বিল পরিশোধের ব্যবস্থা রয়েছে।
খোলা-বন্ধের সময়সূচী
টার্কিশ এয়ারলাইন্স এর এই শাখাটি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে। শনিবার দিন সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবারসহ অন্যান্য সরকারী ছুটির দিনগুলোতে এটি বন্ধ থাকে।