শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

জুলাই মাসে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রেকর্ড সংখ্যক যাত্রী

  • আপডেট সময় শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জুলাই মাসে মোট ১৪ লাখ ৪৭ হাজার ৭৯০ জন যাত্রী ভ্রমণ করেছেন। মঙ্গলবার (৮ আগস্ট) কুয়েত সিভিল এভিয়েশনের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে কুয়েত নিউজ এজেন্সি (কুনা)।

কুয়েত সিভিল এভিয়েশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক এমাদ আল-জালাভি বলেছেন, পূর্বের চেয়ে একই সময়ে বিমানবন্দরে যাত্রী সংখ্যা ১৬ শতাংশ এবং ফ্লাইট ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২২ সালের একই সময়ের তুলনায় জুলাই মাসে এয়ার শিপিং তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।
 
এমাদ আল-জালাভি বলেন, চলতি বছরের জুলাই মাসে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে দিয়ে আগমন যাত্রির সংখ্যা ছিল ৬ লাখ ৪০ হাজার ৪৫৮জন। এছাড়া কুয়েত থেকে অন্য দেশের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীদের সংখ্যা ৮ লাখ ৬২ হাজার ৩২ জন। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিট যাত্রীর সংখ্যা ছিল ১ লাখ ৬৬ হাজার ৪৬৫ যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 
 
তিনি বলেন, চলতি বছরের ২০২৩ সালের জুলাই মাসে কুয়েত বিমানবন্দর থেকে ১২ হাজার ৪৬৮টি যাত্রীবাহী বিমান পরিচালনা করা হয়েছিল। এয়ার শিপিংয়ের মাধ্যমে ১২.৭ মিলিয়ন কেজি আমদানি করা হয়েছে কুয়েতে এবং ১৬.১ মিলিয়ন কেজি মালামাল পাঠানো হয়েছিল। ভ্রমণকারীদের গন্তব্যের মধ্যে সবচেয়ে বেশি ছিল দুবাই, কায়রো, ইস্তাম্বুল, দোহা এবং জেদ্দা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com