শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:০০ অপরাহ্ন

জিবলি জ্বরে নাজেহাল স্যাম অল্টম্যান

  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

জিবলি জ্বরে ভুগছে গোটা বিশ্ব। সোশাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে, কার্টুন স্টাইলের মজার মজার ছবি। তারকা থেকে সাধারণ নেটিজেন, নিজেকে কার্টুন চরিত্রে দেখার লোভ সামলাতে পারছেন না কেউই। বিশ্বজুড়ে জিবলি স্টাইলের এই জনপ্রিয়তায় নাজেহাল অবস্থা প্রস্তুতকারী সংস্থা ‘চ্যাটজিটিপি’র (ChatGPT)। কাজের চাপে রাতের ঘুম ওড়ার জোগাড় হয়েছে সংস্থার কর্মীদের। গুরুতর এই পরিস্থিতিতে এবার সোশাল মিডিয়ায় বার্তা দিলেন সংস্থার প্রধান স্যাম অল্টম্যান।

এ প্রসঙ্গে ওপেনএআই– এর প্রধান স্যাম অল্টম্যান বলেন, বিশ্বের নানা প্রান্ত থেকে ‘জিবলি’ কার্টুনের আবদারের ঢেউ দেখে তার মন্তব্য, ‘আপনারা দয়া করে ছবি বানানো বন্ধ করবেন? এ বার কিন্তু পাগলামি হচ্ছে! আমার কর্মীদেরও তো ঘুম দরকার নাকি!’

সূত্রের খবর, জিবলি–জ্বরে নাকি একবার বসে যায় চ্যাটজিপিটির সার্ভার। কাজের চাপে শুধু নাওয়া–খাওয়া নয়, চ্যাটজিপিটির কর্মীদের নাকি ঘুমও উড়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসও গা ভাসিয়েছিল ট্রেন্ডে। চ্যাটজিপিটি দিয়ে তৈরি মোদী–ট্রাম্পের বিশেষ অবতার পোস্টও করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

গত রোববার নিজের এক্স হ্যান্ডলে স্যামের বক্তব্যে পরিষ্কার, এই বিশেষ কায়দার এআই প্রম্পটের জন্য এত সাড়া তারা আশা করে‍ননি। জিবলির কায়দায় ক্রমাগত এসে চলা প্রম্পটের ঠেলায় কিছু কড়াকড়ি আনতে বাধ্য হয়েছেন তারা। এখন যত খুশি ছবি তৈরি করতে গেলে টাকা খরচ করতে হবে ইউজ়ারদের।

স্যামের পোস্টে এক ইউজ়ার আর্টিফিসিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের কাজের গতি সম্পর্কে প্রশ্ন তুললে স্যামের সাফ জবাব, ‘ছবি বানানোর জন্য আপনারা আমাদের জিপিইউ ব্যবহার করা বন্ধ করলে তাড়াতাড়ি এগোবে কাজ।’ অবশ্য কয়েক ঘণ্টার মধ্যেই আবার ঠিকও হয়ে গিয়েছে চ্যাটজিপিটির সার্ভার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com