1. [email protected] : চলো যাই : cholojaai.net
জিন্দা পার্ক ভ্রমণ
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
Uncategorized

জিন্দা পার্ক ভ্রমণ

  • আপডেট সময় রবিবার, ১৬ মে, ২০২১

সপ্তাহের কর্মব্যস্ততার ক্লান্তি শেষে একটা নিরিবিলি জায়গায় একটু নির্মল আনন্দ কে না পেতে চায়? কিন্তু অনেকেই সাপ্তাহিক ছুটিতে দূরে কোথাও যেতে চায়না কেননা সেখান থেকে ঘুরে এসেই আবার প্রিপারেশন নিতে হয় পরের দিন কর্মক্ষেত্রে ফেরত যাবার।

জিন্দা পার্ক, জিন্দা পার্ক নারায়নগঞ্জ, জিন্দা পার্ক ভ্রমন
ছবিঃ মেহেদী হাসান

তবে ২০১৯ সাল এই চিন্তাটিকেও যেন একটু ছুটিতে পাঠিয়েছে কারণ সারা বছর ধরেই এবার রয়েছে অনেকগুলো সরকারি ছুটি যার অধিকাংশই হয় বৃহস্পতিবার অথবা রবিবার।

অর্থাৎ, সাপ্তাহিক ছুটিসহ টানা ৩ দিন ছুটি! সুযোগ যখন এমন, তখন একটু দূরে যেয়ে পরিবার পরিজন অথবা বন্ধু বান্ধবদের নিয়ে সময় কাটাতে আর বাঁধা কোথায়?

ঢাকার আশেপাশে ঘুরে আসতে চাইলে যে কয়টি বিনোদন কেন্দ্র,পার্ক অথবা রিসোর্টের নাম আসবে তার মধ্যে জিন্দা পার্ক অন্যতম।

নির্মল সবুজে ঘেরা এই পার্কটিতে রয়েছে ২৫০ প্রজাতির ১০ হাজারেরও বেশি গাছ, ফলস্বরূপ পাখ পাখালি দিয়ে মুখরিত থাকে এলাকাটি সবসময়। পার্কটিতে রয়েছে ছোট বড় মিলিয়ে ৫টি জলাধার।

আরো পড়ুনঃ দেশের সেরা তিনটি রিসোর্ট যা না ঘুরলেই নয়

এই পার্কটি অত্র এলাকার “অগ্রপথিক পল্লী সমিতি”-র তত্ত্বাবধানে গড়ে উঠেছে। পার্কটির একটি আদর্শ গ্রাম নামেও সুপরিচিতি রয়েছে।

এছাড়াও পিকনিকের জন্য আদর্শ একটি স্থান।

বুকিংঃ

পিকনিক এর জন্য নির্ধারিত দিনের দু তিন দিন আগে পার্কের কর্তৃপক্ষকে কল দিয়ে বুকিং দিলেই হয়ে যাবে। এছাড়া শুধু ঘোরাঘুরির জন্য কেনা লাগবে মাত্র ১০০ টাকার টিকেট।

থাকার ব্যবস্থাঃ

যদি রাতে থাকতে চান তাহলে তার ব্যবস্থাও রয়েছে এখানে। থাকার জন্য রয়েছে মহুয়া গেস্ট হাউজ। এছাড়া ঘোরাঘুরির জন্য জিন্দা পার্ক খোলা থাকে প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

জিন্দা পার্ক, জিন্দা পার্ক নারায়নগঞ্জ
ছবিঃ মেহেদী হাসান

খাবারের ব্যবস্থাঃ

এবার আসা যাক খাবারের ব্যবস্থার কথায়। জিন্দা পার্কে রয়েছে খাবার রেস্টুরেন্ট যেখানে মিলবে ভাত, ভাজি, ডাল, মাংস ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে।

এছাড়াও মিলবে বিভিন্ন হালকা খাবার এবং ড্রিঙ্কস। রাতে থাকতে চাইলে খাবার দাবারের ব্যবস্থা কর্তৃপক্ষই কর দিবে।

 

নিরাপত্তা ও পার্কিংঃ 

জিন্দা পার্কে রয়েছে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ফলে নিরাপত্তা নিয়ে চিন্তিত হবার কিছু নেই।

এছাড়াও রয়ে পার্কিং এর সুব্যবস্থা, ফলে নিজের গাড়ি কিংবা বাইক নিয়ে গেলে সেগুলো নিরাপত্তার সাথে রাখা নিয়ে কোনো টেনশন থাকবেনা।

যোগাযোগঃ 

আরও বিস্তারিত জানতে চাইলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ নম্বরঃ 0171626090801715025083 এবং 01721266610

কিভাবে যাবেন?

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আধ ঘন্টার দূরত্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৫০ একর জমির উপর এই সুন্দর পার্কটি অবস্থিত।

যাবার সবচেয়ে সহজ উপায় হল ৩০০ফিট দিয়ে অর্থাৎ কুড়িল বিশ্বরোড হাইওয়ে দিয়ে। সেখান থেকে যেতে হবে কাঞ্চন ব্রিজ, এরপর ঢাকা সিটি বাইপাস ধরে কিছু দুরেই জিন্দা পার্ক।

অথবা ঢাকা হতে টঙ্গী মীরের বাজার হয়ে বাইপাস রাস্তা দিয়েও যাওয়া যায়। এছাড়া কাঁচপুর ব্রিজ দিয়ে ভুলতা গাওছিয়া হয়ে বাইপাস দিয়ে কাঞ্চন ব্রিজ হয়ে জিন্দা পার্কে যাওয়া যায়।

পার্কে যাবার জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে। নিজের গাড়ি থাকলে তো কথাই নেই, না থাকলেও সিএনজি কিংবা বাসে যাওয়ার ব্যবস্থা রয়েছে যদিও তা একটু ঝামেলাময়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com